আমি সাধারন একজন বাংলালিংক থেকে কল আসছে, মাত্র ঘুম থেকে উঠলাম।নতুন বাংলা শিক্ষার্থী এক মেয়ে কল দিসে।যেন বাংলা পৃথিবীর সব থেকে কঠিন ভাষা এবং সে এতে অভ্যস্থ না। অনেক কষ্টে সালাম দিয়ে বলল, আমি বাংলালিংক থেকে ক্রিস্কামু বলছি, আমি জানিনা তার নাম কি? কারন সে এইটাই বল্ল।আমার নাম তা বিকৃত করে সে বলল, " ইয়ারকামুল"।শুনেই মেজাজ হয়ে গেল খারাপ। সুধু বললাম , "ইংরেজ বাবুরা চলে গেছে ,বাবু বিলাসের ফল রেখে গেছে," কলটা কেটে দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।