আমাদের কথা খুঁজে নিন

   

সায়ানের গান এবং বর্তমান রাজনীবিদদের কর্মকাণ্ড

এসো আজ জীবনের উল্লাসে মাতি। বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং নেতা নেত্রীদের পূর্বপরিচয় এবং তাদের বর্তমান কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যে গানটি সায়ান গেয়েছেন তা আসলে চরম বাস্তবতা। অনেকেই বিষয়টা অন্য চোখে নিয়েছেন। কিন্তু সত্য কথা বলার মত সৎ সাহস সায়ান দেখিয়েছেন। গানটির কথা নিচে দেওয়া হল … কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী? গল্প সেসব তোমার চেয়ে কম জানি না আমি, তোমার যত কীর্তি কলাপ সেও তো আছে জানা, ইচ্ছে করেই মুখ খুলি না বলতে ওসব মানা, স্বামী, বাবার নাম ভাঙ্গিয়ে আর কত কাল খাবে? এবার ওদের ঘুমোতে দাও আত্মা শান্তি পাবে, তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি, খুব বেশি দিন আমার চোখে যায় না দেয়া ধুলি, আমার মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ, নাম আমার জনগণ আমি বাংলাদেশ, বৃক্ষের নাম দিয়ে কি ফলেই পরিচয়, রাজারা মিছেই কেবল কথার খৈ ফুটায়, কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়, দেবতা ফেরেস্তা সব ভুল কি তাদের হয়? অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা, নির্বাচনের আগে তোমার শতেক ছলা কলা, কখনো শান্তি প্রীতি কখনো বিক্ষোভ, আসলে তো জানি সবই সিংহাসনের লোভ, আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু বোকা সোজা, সময়ে টের পাব ঠিক আসলে কে রাজা? আমার মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ, নাম আমার জনগণ আমি বাংলাদেশ …বিস্তারিত এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।