কি করেছে তোমার বাবা,কি করেছে স্বামী?
গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি।
তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা
ইচ্ছে করেই মুখ খুলিনা,বলতে ওসব মানা!
স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে? এবার ওদের ঘুমাতে দাও
আত্মা শান্তি পাবে।
তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখেই বলি,
খুব বেশিদিন আমার চোখে যায়না দেয়া ধুলি।
আমার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগণ, আমি ই বাংলাদেশ।
বৃক্ষের নাম দিয়ে কি ফলেই পরিচয়,রাজারা মিছেই কেবল কথার খই ফোটায়।
কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়,দেবতা ফেরেশতা সব
ভুল কি তাদের হয়?
অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা
নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা.......
কখনো শান্তি প্রীতি,কখনো বিক্ষোভ,আসলে তো জানি সবই সিংহাসনের লোভ।
আমায় দেখে ভাবছ বুঝি বুদ্ধু বোকা সোজা,সময়ে টের পাবে সব আসলে কে রাজা!!
তোমার ঐ মনটা বরও বড্ড বেশি ভুলো
তোমার ঐ ইশতেহারে কী কী যেন ছিল?
যদি দেখি হাতের আঙ্গুল ভুলে তাদের কাজ
দিনে দিনে ফুলে ফেপে হচ্ছে কলাগাছ.............
যদিও তোমার চোখের চশমাটা রঙ্গীন....................
চোরেদের দশদিন আর গৃহস্তের এক দিন
নেতাদের দশ দিন আর আমাদের একদিন।
আমাকে রাখলে খুশি,মাথায় তুলে রাখি....................
নরম নরম গদির পরে বসতে তোমায় ডাকি।
ধাপ্পাবাজি টের পেলে ঠিক পাল্টে দেব মন
সোনা দিয়ে মুরোলেও লাভ হবে না তখন!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।