আমাদের কথা খুঁজে নিন

   

সায়ানের কাছে খোলা চিঠি



সায়ান, আপনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, তার প্রয়োজন ও নেই, তবুও এই খোলা চিঠি। আপনার সাথে আমার পরিচয় ঢাকার আজিজ মার্কেটের একটি গানের দোকানে। এক বিষন্ন বিকেলে মার্কেটের পাশ দিয়ে হেটে যাবার পথে হঠাৎই কানে কিছু কলি ভেসে আসলো। "এখানেই সুখ ছিল একদিন"। তারপর থেকে কত অজস্র বার যে এ গান এবং বাকী গানগুলো আমার ঘরে বেজেছে এবং বাজছে তার কোন হিসাব নেই।

সায়ান, আপনার গান সাধারন মানুষের কথা বলে। তাদের মনের কথা বলে। আপনি বদলে যাবেন না। আপনার চলার পথে অনেক প্রলোভন আসতে পারে। অনেক বাধাও আসতে পারে।

কিন্তু আপনি প্লিজ আমাদের জন্য আপনার পথে অবিচল থাকুন। সুন্দর বাণীসমৃদ্ধ গান লিখুন। বর্তমানের অ-সুরসর্বস্ব গানের ভীড়ে আপনার গান আপনার শ্রোতাদের মন এবং কান দুখানেই শান্তির পরশ বুলিয়ে যাক এই কামনা করি। সায়ান, আপনার গান ও আপনি ভাল থাকুন সুস্থ থাকুন। ইতি পাঠক যারা সায়ান এবং সায়ানের গানের সাথে পরিচিত নন, তাদের বলছি অন্তত একবার মন দিয়ে "সায়ানের গান "অ্যালবামটা শুনে দেখুন, ১০টি অসাধারন গানের ভীড়ে কোন গানটা যে আপনার সবচাইতে ভালো লাগছে তা নিয়ে মনের ভিতর যুদ্ধ শুরু হতে বাধ্য।

"এখানেই সুখ ছিল একদিন", "ওঠ মন", "স্বপ্নের দৈন্য", "দু'চোখ দিয়েই দ্যাখো" একটা থেকে অন্যটা কথা ও সুরে আপনার মন কেড়ে নিতে বাধ্য। অন্যান্য গানগুলোও আপনার মনে ভালো লাগার পরশ রেখে যাবে। এ দাবি আমি অ-সংকোচ চিত্তে করতে পারি। সায়ান এবং "সায়ানের গান "অ্যালবামের সম্পর্কে বিস্তারিত জানতে হলে http://www.shayanergaan.com/ সাইটটি ঘুরে আসতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।