আমার স্বপ্ন দেখার দু টি নয়ন হারিয়ে গেছে কোথায় কখন...
হয়তো কেউ কেউ গান শুনে থাকবেন কিছু কথা খুব মনে/মাথায় ঢুকেছে। পড়তে পারেন। আমার একমাত্র উদ্দেশ্য অভ্রটাইপ প্রাক্টিস করা।
আমি তাজ্জ্বব বনে যাই দেখিমানুষের ঘর নাই
দ্যাখ মানুষের ঘরে বাসা করে নিল ছট্টো এক চড়াই।
কি করছে তোমার বাবা ,কি করেছে স্বামী
গল্প সে সব তোমার চেয়ে কম জানি না আমি
তোমার য্ত কীর্তিকলাপ সেও তো আছে জানা
ইছছে করেই মুখ খুলিনা বলতে ওসব মানা
স্বামী বাবার নাম ভাঙ্গিয়ে আর কত কাল খাবে
এবার ওদের ঘুমাতে দাও আত্না শান্তি পাবে
তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি
খুব বেশী দিন আনার চোখে যায় না দেয়া ধুলি
আজ নিচ্ছে ওজন দেখছে বাঙংলী
কোনটা বেশী ভা্রী
কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী
আজ শিক্ষিত লোক গবেষণা করে
কার চেয়ে কে বড়
কাজী নজরুল নাকি রবীন্দ্রনাথ
বলো কে বেশী বড়
এল নজরুল এল রবীন্দ্রনাথ
বাঙ্গালী তোমার জন্য,তবু গেল না এখনো গেল না
বাঙ্গালী মনের দৈন্য
সায়ান বলেছেন: এই কথা গুলো আমার শ্রোতাদের জন্য-যাদের মনের ভেতর ঢুকবার পথ খুজতে খুজতে অবশেষে এখানে একটু সুযোগ মিলেছে,তাই একান্তে নিরালায় কিছু কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।