আমাদের কথা খুঁজে নিন

   

পরিমলের বিচার করার দর্কার নাই :-|

রকর করক : : : : : : : : ..পরিমল ব্যাটা ত বিখ্যাত হয়া গ্যালো। আমগো পোলাপাইনের চোখে পরিমল হিরো। আপনারা অভদ্র, অ'সুশীল' যেইডাই কন আমরা কিছু মনে করি না। তয় অবশ্য মাঝে মইদ্যে খারাপ লাগে যে আমগো ভাগের জিনিস টিচাররা এনজয় করবো ক্যান। যাউকগা, ওইডা ব্যাপার না।

মিলামিশা কাম করলে ভাগে কিছু কমবেশি অইতে পারে। আপনেরা কইবেন টিচারগো নৈতিকতা শ্যাষ হয়া গ্যাছে, আরে বাবা মাইয়াগুলান কি ধোয়া তুলসী পাতা?? ক্লাসে টিচাররা কি কয় ওইডা ঠিকঠাক বুঝিনা অগো চিল্লাচিল্লী আর খোচাখুচির জ্বালায়। ক্লাস ছুটির আগে আইয়া বাসস্ট্যান্ডে ওয়েট করে পোলাগোর লাইগা। ব্যাপার অহন অনেকটাই উল্টায়া গ্যাছে। যাউক, এতটুকের ভিতরে থাকলেও হইতো।

এইগুলানের এহন ক্লাসমেট, চাইর পাঁচটা বয়ফ্রেন্ড দিয়া ও জ্বালা মিটে না। টিচার রা কিছু না দিলে ভাল লাগে না। ফিজিকস কোচিং এ দেহি মাইয়া নিজে থেইকা যাইয়া স্যারের হাত ধরে। সবগুলাই স্যারের গালফ্রেন্ড। দুইডারে বানাইছে বউ।

মাইয়া কয় সার বাচ্চা লমু। সার কয় খাড়াও ব্যবস্তা করতাসি। পোলাপাইন থেইকা ট্যাকা নিয়া সার গালফ্রেন্ড গুলারে লয়া চাইনিজে যায়। আর কিছু করে কিনা ওইডা আর জানবার চাই না। মাইয়াগুলা ভালো হৈলে পরিমলের বিচার চাইতাম।

কিন্তু এহন পরিমলের বিচার করার মতো নৈতিক অধিকার আমগো নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.