আমাদের কথা খুঁজে নিন

   

পরিমলের জন্য সুপারিশ

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । বর্তমান সময়ের একটা অন্যতম ঘৃণ্য নাম গোপালগঞ্জ নিবাসী পরিমল জয়ধর। বর্তমান সময়ের আন্দোলন এর ব্যাপকতা দেখে আমি আনন্দিত।

কিন্তু দাবী আদায়ের ব্যাপারে সন্দিহান। অভিভাবক ফোরামের দাবীর মাঝে একটা দাবী হলো টিচার দের কোচিং বন্ধের আরেকটা জনগণের দাবী ফাঁসি। এই ২ টা দাবী সম্পর্কে আমার মনে হয় এ ২ টা দাবী করা মানেই অযথা দাবী আদায় না হওয়া। তাই পরিমলের যাতে ফাঁসি র দাবী না তুলে অন্য কিছু সুপারিশ, যা হয়ত বাস্তবায়ন করা সম্ভব এবং খুব ই যুক্তি সংগত ঃ ১) পরিমল এর শিক্ষা সনদ বাতিল। ২) পরিমল কে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে কোন সরকারী চাকুরীতে স্থায়ী বহিষ্কার।

৩) শিক্ষক হিসেবে তার কাহ করার অধিকার রহিতকরণ। ৪) নির্যাতিত ছাত্রীর সকল ছবি এবং ভিডিও নষ্ট করে এ ব্যাপারে নিশ্চয়তা দানপূর্বক রাষ্ট্রের স্বীকারনামা। ৫) নারী এবং শিশু নির্যাতনের আইন অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করা। ৬) তার বিরুদ্ধে এটেম্প টু মার্ডার চার্জ আনা। ৭) ছাত্রীটিকে আবারো ঐ স্কুলে ভর্তি করা।

৮) ছাত্রীর পরিবারের নিকট সরকারের ক্ষমা চাওয়া। ৯) ছাত্রীর অসুস্থ পিতার এবং ছাত্রীটির সিঙ্গাপুর, ঢাকা এ ঘটনার কারণে যাবতীয় খরচ কুকুরটার কাছ থেকে সরকার এর তুলে ঐ পরিবার কে দেয়া। ১০) পরিশেষে অধ্যক্ষের অপসারণ। ১১) গভর্নিং বডির নিশ্চুপ থাকার জন্য তাদের কে ভয়ংকর ভাবে অপমান এবং তিরস্কার। ১২) ২৮ এ জুন "ঘৃণ্য পরিমল দিবস" হিসেবে পালন করা যায়, এদিন স্কুলে তার ছবি ঝুলবে, এবং সবাই জুতা স্যান্ডেল মারবে।

আমার ধারণা আমার দাবী গুলো সরকারের মানা উচিত। ইন ফ্যাক্ট কোন আন্দোলন ছাড়াই করা উচিত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.