আমাদের কথা খুঁজে নিন

   

লম্পট শিক্ষক পরিমলের স্বীকারোক্তি

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। ভিকারুন নিসা নূন স্কুলের লম্পট শিক্ষক পরিমল জয়ধর ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ছাত্রীকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে। আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

পরিমলকে গত ৭ জুলাই ৫ দিনের রিমাণ্ডে নেয় পুলিশ। ৩ দিনের মাথায় আজ তাকে আদালতে হাজির করা হয়েছে। উল্লেখ্য, ভিকারুন নিসা নূন স্কুলের বসুন্ধরা দিবা শাখার বাংলা বিভাগের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে গত কদিন ধরেই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। পরিমলের বিরুদ্ধে ৫ জুলাই বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ৬ জুলাই সকালে কেরানীগঞ্জের আমিরাবাগ গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.