দুই লাইন কবিতা আর এক নলা ভাত, শুধু এটুকুই চেয়েছিল সুকান্ত, ঔষধের অভাবে একুশ বছর বয়েসেই যক্ষায় ম'ল। পার্টি আপিস তাঁর টিকিটির খোঁজও করেনি। আর জীবনবাবু সারা জীবন বাংলার সাথে পরকীয়া করে শেষ বয়েসে কিনা দাহ হলেন ট্রামের তলায়। কপাল ভাল শরৎদা দেবদাস সাহেবকে বানিয়ে গিয়েছিলেন তার দোলাতেই আজও তাও ভারতবর্ষ দোলা খায় শাহরুখের মত আমি শালার ভেতো বাঙালি; পার্বতীর বুকে খুজে ফিরি ঝলসানো বাটার নান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।