উদ্ধারকৃত ইমন (৭) ঢাকার যাত্রাবাড়ি এলাকায় তার নানীর সঙ্গে থাকতো।
শনিবার দুপুরে নগরীর আকবর শাহ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়া বলে জানিয়েছেন র্যাব-৭ এর লে. কমান্ডার নুরুজ্জামান।
অপহরণের ঘটনায় জড়িত মামুন (২৫) ও গোলাপ মিয়া (২২) নামে দুই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওমানপ্রবাসী ইমনের মায়ের সঙ্গে চাকরির সুবাদে করেন গত ২০ জুন রাতে ইমনের নানীর বাসায় যায় মামুন।
তিনি বলেন, “সেখান থেকে ঘুমন্ত অবস্থায় ইমনকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মামুন।”
এবিষয়ে থানায় মামলা হয়েছে উল্লেখ করে এই র্যাব কর্মকর্তা বলেন, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের দুই লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।
দুপুরে ফয়’স লেক এলাকায় মুক্তিপণ নিতে এলে প্রথমে মামুনকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আকবর শাহ এলাকায় একটি বস্তি থেকে ইমনকে উদ্ধার এবং গোলাপকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।