আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের যৌনসঙ্গী যখন রোবট! ও আমার মতামত

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে মানুষ রোবটের সঙ্গে সম্পর্কে জড়াবে। আর সময়টা খুব বেশিও নয়- মাত্রই চার দশক পরে। মানুষের সঙ্গী হবে রোবট এবং সে রোবটের সঙ্গে তাদের শারীরীক সম্পর্কও হবে। এইডসের ঝুঁকি মোকাবেলায় এ পদ্ধতিকেই বেছে নেবে মানুষ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন-এর টুরিজম ফিউচারোলজিস্ট ইয়ান ইওম্যান এ তত্ত্ব দিয়েছেন। ইয়ান ইওম্যান জানিয়েছেন, ‘২০৫০ সাল নাগাদ টুরিজমে স্থান করে নেবে বিভিন্ন ইনডোর টুরিজমভিত্তিক পণ্য যার মধ্যে রয়েছে রোবো-বার স্টাফ, রং পরিবর্তনকারী হোটেল রুম এবং রোবো যৌনকর্মীও। ভবিষ্যতের ভ্রমনবিলাসীর জন্য এসব পণ্য খুবই পরিচিত হয়ে উঠবে। ’ ইয়োম্যান জানিয়েছেন, রোবটের গুরুত্ব বেড়ে যাবে কারণ, রোবট কম খরচে অধিক কর্মক্ষম। আর এতে টুরিজম ক্ষেত্রে রোবটের ব্যবহার বেড়ে যাবে।

-- সূত্রঃ বিডিনিউজ২৪.কম আমার মতে, পুরা ফালতু একটা উদ্যোগ ইয়ান ইওম্যানের। আমরা কিন্তু কখনো অবৈধ যৌন সম্পর্কের বিরুদ্ধে কথা বলিনা। যেটি এইডসের বিস্তৃতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। বরং সেটিতে উৎসাহ দিয়ে বলি, এসময় কনডম ব্যাবহার করতে। তার মানে আমরা বলছি না, অবৈধ যৌন সম্পর্ক থেকে দূরে থাকুন।

বরং বলি, অবৈধ যৌন সম্পর্ক করুন কিন্তু এসময় কনডম ব্যাবহার করুন। আমরা কি সেখানে বলতে পারিনা, অবৈধ যৌন সম্পর্ক সবসময়ই অবৈধ। কনডম ব্যাবহার করলেই সেটিকে বৈধ করা যায় না। এসব ফালতু কথা-বার্তা শুনলে মেজাজটাই হট্‌ হয়ে যায়। বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন "আইটি রিভিউ" ফ্রী ডাউনলোড করতে বা পড়তে ভিজিট করুনঃ www.sciencetech.info  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.