রেশমা যেমন ১৭ দিন জীবিত থাকার পর মানুষ সন্তুষ্ট হতে পারেনি সবাই থাকে নিয়ে প্রশ্ন করতে শুরু করল । কেন বাচল ? কিভাবে বাচল ? সবাই ছেয়েছিল রেশমার ক্ষত বিক্ষত একটা দেহ জীবিত রেশমা নয় । ১৭ দিন বেচে থেকে রেশমা একটা মারাত্নক অন্যায় করে ফেলেছিল ।
ঠিক তেমনি মনে হচ্ছে মুক্তিযুদ্ধারা দেশ টা স্বাধীন করে বড় বেশী অন্যায় করে ফেলছিল !
৪২ বছর পর এসে আজো মুক্তিযোদ্ধাদের গালি শুনতে হচ্ছে । স্বাধীনতার পর আমদের ধর্মীয় সমাজ যেমন ধর্ষিত নারীদের গ্রহন করতে পারেনি যারা জীবিত ফিরে এসেছিল তাদেরকে দুর দুর করে তারিয়ে দেওয়ে হয়েছিল কারন তারা ধর্ষিত তাদের আর বেছে থাকার রাইট নাই ! জীবিত থাকাটা তখন তাদের কাছে আরও লজ্জা আর অপমানের ছিল ।
তেমনি প্রাণে বেচে যাওয়া মুক্তিযোদ্ধাদের আজ গালি শুনতে হয় । কেন যুদ্ধ করল ? দেশ স্বাধীন করল ? পিয়ারা ফাকিস্তান ভাগ করল ।
একাক্তরের রক্তে ভিজা সোনার বাংলায় বেড়ে ওঠা আমার রাজাকারের সন্তানরা তোরা কে কোথায় আয় আজ গলা ফাটি্যে একটা স্লোগান দেই
ফাকিস্তান জিন্দাবাদ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।