আমি খুবই সাধারন একজন মানুষ। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে পাড়ি জমিয়েছি বিদেশে জ্ঞানের পরিধি বাড়াতে। আসলেই কি জ্ঞান বাড়ছে, নিজেকেই প্রশ্ন করি মাঝে মাঝে !! স্কুলে পড়া কালীন বিভিন্ন সময় শিবিরের পাল্লায় পড়েছি। ইসলামী দল, ইসলামী আদর্শ নিয়ে কথা বলে ইত্যাদি কারণে তাদের প্রতি শ্রদ্ধা আসতে শুরু করেছিল। কিন্তু একসময় বুঝলাম তারা মূলত ইসলাম নিয়ে নয়, মওদূদীকে নিয়ে যত ধ্যান-ধারনা।
তাদের বক্তব্য- মওদূদী যা বলেছে তাই ইসলাম। অন্যরা ইসলামের কিছুই না। তাদের সাথে প্রায় এক বছর মিশে একটি জিনিস পরিস্কার হয়েছিল যে তারা "বেহায়া" টাইপের এবং একজন কর্মীকে খুব কৌশলে "ব্রেন ওয়াশ" করে সত্য উপলব্ধির ক্ষমতা নস্ট করে দিতে পারে। যা হোক বেহায়া চাল-চলন ও ব্রেন ওয়াশের মানসিকতা দেখে তাদের কাছ থেকে খুব কৌশলে নিজেকে সরিয়ে ফেলি। বুয়েটে পড়ার সময় তারা পুনরায় টোপ গেলানোর চেস্টা করলেও আমি আর তাদের পাত্তা দেইনি।
বরং ৭১-এ তাদের শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রমাণনির্ভর প্রশ্ন করি। সংগত কারণেই তারা দূরে দূরে থাকত, যেন তাদের কোন কর্মীকে আমি ৭১ এ তাদের শীর্ষ নেতাদের ভূমিকা জানিয়ে না দেই।
ইদাইনিং লক্ষ্য করছি ব্লগেও জামাত-শিবিরের ব্লগাররা বিভিন্ন এঙ্গেল থেকে যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাইছে। তাদের শীর্ষ নেতাদের ঐতিহাসিক বিচারকে রাজনৈতিক হয়রানি বলে চালিয়ে দিতে চাইছে। কিন্তু আশ্চর্যের বিষয় তাদের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের শতভাগ নির্ভরযোগ্য প্রমাণ দিলেও তারা চুপ থাকছে।
আমি ১৯৭১ সালে গোলাম আযম, নিজামী ও মুজাহিদের ভূমিকা, কার্যক্রম ও বক্তব্যের উপর কিছু লেখা দিয়েছিলাম তাদেরই নিজস্ব পত্রিকা দৈনিক সংগ্রাম থেকে। পাবলিক লাইব্রেরীতে রেফারেন্স পাঠকক্ষে দৈনিক সংগ্রামের ৭১ এর সংখ্যা গুলো ছিল। (এখনো থাকতে পারে) যার কাটিং আমি নিজের সংগ্রহেও রেখেছি
গোলাম আযমের বক্তব্য
নিজামীর বক্তব্য
মুজাহিদের বক্তব্য
আশা করেছিলাম জামাতী-ব্লগারা তাদের শীর্ষ নেতাদের "যুদ্ধাপরাধী নয়" প্রমাণে মন্তব্য করবে আমার পোস্টে। কিন্তু দুঃখজনক তারা এসব পোস্ট ভিজিট করে গেলেও তাদের কোন বক্তব্য দেয় নি। উপরুন্তু যুদ্ধাপরাধ এর বিচার এর বিপক্ষে কন্টিনিউ ব্লগিং করে যাচ্ছে।
অর্থ্যৎ ব্রেন ওয়াশ করে সত্য মেনে নেয়ার মানসিকতা তাদের নস্ট করে দেয়া হয়েছে। কি ভয়ংকর একটি বিষয়!!!
সামু কর্তৃপক্ষেকে আমাদের বাংলার মা-বোনদের ইজ্জত নস্টকারী, বাপ-দাদার হত্যাকারীদের পক্ষাবলম্বনকারী পাকিস্তানী বীর্যের সন্তান এসব বিষাক্ত ভাইরাসগুলোকে ব্যান করার দাবী জানাই এবং বাংলার ব্লগারদের কলম হাতে শক্ত ভূমিকায় দেখতে চাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।