দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! উইকিপিডিয়ার নাম শুনিনি কিন্তু ইন্টারনেট ব্যবহার করছি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। সাইবার জগতে গুগলের পর আমাদের সবচেয়ে ভাল বন্ধু উইকিপিডিয়া। ক্লাসের Assignment কি কোন শক্ত প্রশ্নের উত্তর বা খুব সাধারণ তথ্যের জন্য উইকিপিডিয়ার বিকল্প নেই। ইংরেজি ভাষায় উইকিপিডিয়া আছে তেমনি আমাদের প্রাণের ভাষা বাংলায় কিন্তু উইকিপিডিয়া আছে। আর সেই উইকিপিডিয়ায় আছে ২০ হাজার নিবন্ধ।
এই সকল নিবন্ধন স্বেচ্ছায় অন্তর্ভুক্ত করা হয়েছে। (এতক্ষণ যা বললাম তা আসলে সবাই জানে!!!)
এইবার আসি আমার কথায়। যে কথা গুলো বলব তা এর আগে মুনীর হাসান স্যার, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক রাগিব হাসান সহ আরও অনেকে বলেছেন। তাও চর্বিত চর্বণ হিসেবে আবার বলছি।
আমরা ইন্টার নেটে দিনে ১/২ ঘন্টা বসে থাকি।
ব্লগে লেখা পড়ি , ফেসবুক ইউজ করি, কেউ ফ্রিল্যান্সিং করেন এইভাবে কত কাজ করি। প্রত্যেক দিন এই সময়টুকু ৫ মিনিট বের করা কি খুব কষ্টকর? মাত্র ৫ মিনিট যদি আমারা বাংলা উইকিপিডিয়ার পিছনে ব্যয় করতে পারি। আমাদের প্রত্যেক দিনের এই ৫ মিনিট কিন্তু বাংলা উইকিপিডিয়াতে অনেক অবদান রাখতে পারে।
আমরা যে সকল কাজ করতে পারিঃ
* আমার কাছে সব চেয়ে সহজ লাগে অনুবাদ করা। ইংরেজিতে যে সকল নিবন্ধ আছে আপনি সেইগুলোর বাংলায় অনুবাদ করে বসিয়ে দিতে পারেন।
প্রত্যেক দিন যদি আপনি ৫ টা লাইন করে অনুবাদ করেন তাহলে মাসে ১৩০ টা লাইন অনুবাদ করা হবে যা একটা নিবন্ধ কে সমৃদ্ধ করতে যথেষ্ট।
*যারা অনুবাদ করতে চাচ্ছেন না তারা কিন্তু তাদের নিজেদের সাবজেক্টের পড়ার টপিকস গুলো নিবন্ধ হিসেবে যোগ করতে পারেন। তাহলে বেশ উপকার হয়।
*আরও একটা কাজ করতে পারেন তা হল উইকিপিডিয়ায় নিজের শহর বা এলাকা সমন্ধে লিখে নিবন্ধন হিসেবে প্রকাশ করা। কোন বিদেশী লেখক বা সাহিত্যিক বা বিখ্যাত ব্যক্তির জীবন বৃত্তান্ত লিখতে পারেন।
যে সকল নিবন্ধন তৈরি করা হয়েছে সেই গুলোও কে আরও তথ্য যোগ করে সমৃদ্ধ করতে পারেন।
এইসকল কাজের জন্য কিছু নিয়ম কানুন অবশ্যই রয়েছে যা আপনি উইকিপিডিয়ার সাইটে গেলে খুব সুন্দর ভাবে জানতে পারবেন। (http://bn.wikipedia.org ) সেই সাথে জানতে পারবেন কি করে কি লিখবেন। বাংলা উইকির সাইটে সব কিছুই দেওয়া আছে। এছাড়া সাম হোয়্যার ইন ব্লগে প্রকাশিত কিছু চমৎকার পোষ্টের লিঙ্ক দিচ্ছি যা আপনাদের জন্য সহায়কঃ
মুনীর হাসান স্যারের পোষ্টঃ চলুন বাংলা উইকিপিডিয়াতে আবার ঝাঁপিয়ে পড়া যাক (Click This Link)( এই লেখাটা পড়ে অনেক কিছু জানতে পারবেন)
ব্লগার সাদা চোখের তিনটি পোষ্টঃ
১) বাংলা উইকিপিডিয়া “ত্বড়িত সহায়িকা” (Click This Link)
২) বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটওয়্যার এক পাতায়।
তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন। (Click This Link)
৩) বাংলা উইকিপিডিয়ায় কোন সমস্যায় পড়লে কি করবেন? (Click This Link)
এইবার আসল কথায় আসি উইকিপিডিয়ায় আমার নিবন্ধ যুক্ত করে কি লাভ???
এই প্রশ্ন মনে আশা স্বাভাবিক ,কারন নিজের শ্রম,নিজের নেট খরচ করে এটা কেন করব? কোন কিছুতেই পাচ্ছি না। কিন্তু আপনি যদি একটা নিবন্ধ যুক্ত করেন বা সমৃদ্ধ করেন তাহলে আপনি তিনটা জিনিস পাচ্ছেন:
১) আপনি আপনার প্রাণের ভাষা বাংলা কে তুলে ধরছেন উইকির মাধ্যমে, দেখাতে পারবেন এই ভাষা কত শক্তিশালী।
২) মানুষের উপকার। এই যুগে মানুষের উপকার করা অনেক বড় ব্যাপার।
আপনার নিবন্ধ টি পড়ে কিন্তু অনেকেই উপকৃত হবে। বিশেষ করে ইন্টারনেট অনেকের কাছে পৌঁছেছে যারা ইংরেজি হয়ত একটু দুর্বল তারা কিন্তু আপনার বাংলায় কাওরা নিবন্ধন টি পড়ে সহজেই নিজের জ্ঞান ভাণ্ডারটি বড় করতে পারবে।
৩) আপনি যে নিবন্ধ টি লিখছেন সেটাতে কিন্তু আপনার নাম বা আইডি দেওয়া থাকবে। ফলে সকলে জানতে পারবে আপনি নিবন্ধটির উপরে কাজ করেছেন।
তাই আসুন সকলে বাংলা উইকিপিডিয়ায় কাজ শুরু করি।
সেই সাথে বন্ধু বান্ধবী ও পরিচিত সকল কে বাংলা উইকিপিডিয়ায় কাজ করার আহবান জানায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।