সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে মানুষ রোবটের সঙ্গে সম্পর্কে জড়াবে। আর সময়টা খুব বেশিও নয়- মাত্রই চার দশক পরে। মানুষের সঙ্গী হবে রোবট এবং সে রোবটের সঙ্গে তাদের শারীরীক সম্পর্কও হবে। এইডসের ঝুঁকি মোকাবেলায় এ পদ্ধতিকেই বেছে নেবে মানুষ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন-এর টুরিজম ফিউচারোলজিস্ট ইয়ান ইওম্যান এ তত্ত্ব দিয়েছেন।
ইয়ান ইওম্যান জানিয়েছেন, ‘২০৫০ সাল নাগাদ টুরিজমে স্থান করে নেবে বিভিন্ন ইনডোর টুরিজমভিত্তিক পণ্য যার মধ্যে রয়েছে রোবো-বার স্টাফ, রং পরিবর্তনকারী হোটেল রুম এবং রোবো যৌনকর্মীও। ভবিষ্যতের ভ্রমনবিলাসীর জন্য এসব পণ্য খুবই পরিচিত হয়ে উঠবে। ’
ইয়োম্যান জানিয়েছেন, রোবটের গুরুত্ব বেড়ে যাবে কারণ, রোবট কম খরচে অধিক কর্মক্ষম। আর এতে টুরিজম ক্ষেত্রে রোবটের ব্যবহার বেড়ে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।