আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতে চালু হবে ভার্চুয়াল বাজার

দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ঢাকার বিসিএস কম্পিউটার সিটি থেকে ভবিষ্যতে একটা ভার্চুয়াল বাজার তৈরি করা হবে। ফলে ক্রেতারা ইন্টারনেটেও কেনাকাটা করতে পারবেন। ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আগে গতকালমঙ্গলবার প্রথম আলোকে এ পরিকল্পনার কথা জানান বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান।
বিসিএস কম্পিউটার সিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর কম্পিউটার মেলার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল এই বাজারের।

১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষভাবে পালন করতে যাচ্ছে কম্পিউটার সিটি। এই কম্পিউটার বাজারকে আজ সাজানো হবে বর্ণিল সাজে। প্রবেশদ্বারেই ক্রেতাদের মিষ্টি এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে। এ ছাড়া আয়োজন করা হয়েছে রক্তদান কর্মসূচির, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
মজিবুর রহমান বলেন, কম্পিউটার সিটির দোকানগুলোর পণ্যের মান ভালো এবং ক্রেতারা প্রতারিত হন না।

এখানে কম্পিউটার-সংশ্লিষ্ট সব ধরনের যন্ত্রাংশ পাওয়া যায়। তিনি কিছু অসুবিধার কথাও বলেন, সরকারিভাবে প্রত্যেক দোকানের ভাড়ার ওপর ১০ শতাংশ কর আরোপ করায় দোকান মালিকেরা অতিরিক্ত চাপের মধ্যে রয়েছেন। তিনি বিসিএস কম্পিউটার সিটির সামনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তার কথাও বলেন। তিনি বলেন, ‘বাজারের ভেতরে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। ’
বিসিএস কম্পিউটার সিটির প্রতিষ্ঠাতা কমিটির আহ্বায়ক আহমেদ হাসান প্রথম আলোকে বলেন, যে উদ্দেশ্য নিয়ে কম্পিউটার সিটি চালু হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়িত হয়েছে।

সব রকমের কম্পিউটার পণ্য প্রাপ্তির নিশ্চয়তা দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। আজ এটি বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার বজার।
ঢাকার আগারগাঁয়ে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ভবনেরে এক লাখ ২৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে রয়েছে এই বিসিএস কম্পিউটার সিটি। এই বাজারে বর্তমানে আছে ১৫৬টি দোকান। —মো. রাফাত জামিল।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.