দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। //www.banglanews24.com/images/imgAll/2011October/Shahbag-bg20111015193146.jpg]
কাফনের কাপড় পরে প্রস্তুত আট তরুণ। গর্দান কাটা যাবে তাদের। তার জন্য সব আয়োজনও সম্পন্ন। আট তরুণের জন্য প্রস্তুত আট জল্লাদ।
সবাই কালো কাপড় পরে। হাতের তলোয়ারে কড়া রোদ ঝলকানি দিচ্ছে। তরুণদের প্রত্যেকের মাথায় পরানো হয়েছে জমটুপি। জল্লাদের মুখে কালো মুখোশ। পেছনে সাদা-কালো ও রক্তে লাল রঙে রাঙা ব্যানার।
তাতে লেখা ‘উই আর হিয়ার বিকজ আওয়ার ব্রাদারস ওয়্যার স্লটার্ড’।
রাজধানীর প্রানকেন্দ্র শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এ মক এক্সিকিউশনের আয়োজন করে ম্যাজিক মুভমেন্ট নামে একটি সংগঠন।
আর এভাবেই তারা প্রতিবাদ জানান সৌদি আরবে গত ৭ অক্টোবর ৮ বাংলাদেশি তরুণের শিরশ্ছেদ হওয়ার ঘটনাকে।
এ প্রতিবাদের মধ্য দিয়ে প্রশ্ন তোলা হয়েছে কাউকে শিরোশ্ছেদ করে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব?[img|http://http: ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।