এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার ভয়ঙ্কর ও আতঙ্কজনক একটি খবর পাওয়া গেছে আফ্রিকান একটি দেশ চাঁদ থেকে। ৩৩টি গর্ভবতী হাতিসহ ৮৬ টি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে শিকারিদের কাছ থেকে। যারা কিনা এই হাতিদের হত্যা করেছে তাদের মূল্যবান গজদন্তের (হাতির দাঁত) জন্য। চাঁদ ও ক্যামেরুন এর সীমান্তবর্তী ফিয়াঙ্গা নামক স্থানে হাতিদের হত্যা করে গজদন্ত সংগ্রহ করা হয়েছিল বলে জানা গেছে। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এনিম্যাল ওয়েলফেয়ার এর পরিচালক সেলিন সিসলার বিয়েনভেনু এই ঘটনাকে “জঘন্যতম” বলে বিবৃতি দিয়েছেন। তিনি আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলেও হাতিদের সংখ্যার স্বাভাবিক অবস্থা আনতে ২০ বছরের মত সময় লেগে যাবে। যদিও বাস্তবতা কথা বলছে শিকারিদের হয়ে, হাতিদের নয়। বিস্তারিত খবরের লিঙ্কঃ সায়েন্সটেক24.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।