আমি সহজ সরল মানুষ তাই সরলতাকে ভালোবাসি। ►সাংবাদিক দম্পত্তি নৃশংসভাবে খুন সংবাদটি ফেসবুকের কল্যাণে কালই জেনেছিলাম। আজ পেপার এ বিস্তারিত সব পড়ে জেনে সেই সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। দেশটা যে এক ভয়াবহ মৄত্যুপুরীতে পরিণত হয়েছে তা আজ নতুন করে বলবার কিছু নেই।এরপরও কিছু কিছু মৄত্যুর নিষ্ঠুরতা ভয়াবহতা পুরো সমাজকে কাঁপিয়ে দিয়ে যায়।যদিও ক্ষমতার আসনে আসিন যারা তারা এসবকে থোরায় কেয়ার করে। সমস্যাটা হলো, এই পৈশাচিক নির্মম নির্দয় নিষ্ঠুর সমাজে বসবাস করতে হলে যে রকম পশু ও কঠোর হৄদয়ের অধিকারী হতে হয় আমরা ততটা আজও হতে পারিনি!তাই আমাদের শুধু এইসব কষ্ট!নইলে আর কিবা বলার থাকে? এই ছোট্ট সোনামণি মেঘকে কি বলে সান্তনা দিবেন বলতে পারেন??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।