আমাদের কথা খুঁজে নিন

   

সকলের দৃস্টি আকর্ষণ করছি

আমি একজন নতুন ব্লগার। ব্লগে আমার বয়স এক বছরও হয়নি এখনও। ব্লগে অনেক মেধাবী এবং বিজ্ঞ লোক আছেন যাদের লেখা পাঠ করে অনেক কিছু জানতে পারছি। আসলে ব্লগ হচ্ছে জ্ঞানের এক বিশাল ভান্ডার। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যেকোনো বিষয়ে, অনেকেই এত বেশি কাদা ছুরাছুরি করছে যা দেখে অনেকের মত আমিও ব্যথিত।

সম্প্রতি সৌদি আরবে আটজন বাংলাদেশিকে জবাই করা নিয়ে এমন সব মতামত দেখলাম যা দেখার পর কতিপয় ব্লগারের মানসিকতা নিয়ে প্রশ্ন চলে আসে। এই লোকগুলো অবশ্যই অনেক বড় অপরাধ করেছে। আমি অবশ্যই তাদের এই জগন্য কাজের জন্য একজন বাংলাদেশি হিসেবে লজ্জিত। কিন্তু একটি হত্যার জন্য আটটি হত্যা কোনভাবেই ন্যায় বিচার হতে পারেনা। যেহেতু তারা দোষ স্বীকার করেছিল সুতরাং তাদের সাজা আরেকটু কম হতে পারত।

আমার জানা মতে পৃথিবীর যেকোনো আইনে অপরাধী যদি দোষ স্বীকার করে তাহলে তার শাস্তি একটু কম হয়। দুঃখের বিষয় হচ্ছে কিছু লোকের কথা শুনে মনে হয় তারা যদি বিচারক হতেন তাহলে মনে হয় বাকি তিনজনকেও জবাই করার আদেশ দিতেন। আসলে যেকোনো বিষয়ে বিরোধিতা করাটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের নেতা-নেত্রী থেকে সাধারন জনগণ সবাই একই রোগে আক্রান্ত। এই বিরোধিতা করতে যেয়ে আমরা নিজেদের যে কত নিচে নিয়ে যাচ্ছি তা কখনও ভেবে দেখিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.