পরশুদিন সকালে স্ট্যাটিসটিকস পরীক্ষা। এখন পর্যন্ত কোনো অঙ্কই ঠিকমতো পারি না!.........প্রোবাবিলিটি, নর্মাল কার্ভ, হাইপোথেসিস টেস্টিং, কাই-স্কয়ার...একটাও না! কোনটা ছেড়ে কোনটা প্র্যাকটিস করবো কিছুই বুঝতেসি না!
সকাল-বিকাল টেনশনের চোটে চোখের পানি ফেলতেসি।
থিওরিও যে কেবল ভালো মতো পড়ে যাবো, তারও ভরসা নাই। মাত্র তিনটা প্রশ্ন আসবে, তাতে থিওরি আসার সম্ভাবনা খুবই কম। আর থিওরিও কম না, শুধু থিওরি পড়তে শুরু করলেই অঙ্ক করারও সময় হবে না।
আমার মাথা কেমন ভনভন করে ঘুরতেসে। জীবনে এত টেনশন কোনো পরীক্ষা নিয়ে করি নাই, এবার এই পরীক্ষা নিয়ে যতটা করতেসি। কারণ, এইবার আমাকে পরীক্ষা দিতে হবে পাশ করার জন্য, ভালো নাম্বার অনেক দূরের বিষয়। ৩৩ পেয়ে গেলেই ধেই ধেই করে নাচবো......
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন স্ট্যাটিসটিকস পরীক্ষায় পাশ করতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।