মৃত্যু..... সে এক আজব জিনিস... কেউ বলে এইটা সামনে থাকে আবার কেউ বলে এইটা পিছনে থাকে.... এমন কেউ নেই যে এটাকে ভয় পায় না... তবে ব্যতিক্রমও আছে... যুদ্ধক্ষেত্রে পাথরের কলিজা নিয়ে অনেক বীর সৈন্য এটাকে বন্ধুর মত গ্রহণ করেছে... প্রাচীণকাল থেকে মানুষ এর থেকে দূরে থাকার জন্য অনেক অসম্ভব কাজ করেছে... প্রাচীণকালের যুদ্ধে নীর্দ্বিধায় মানুষ মারার ফলে তারা মৃত্যু থেকে বাঁচার জন্য বহু নিদর্শন তৈরী করেছে... বহু প্রতাপশালী রাজা বাদশাহ এই মৃত্যু থেকে বাঁচার জন্য খোদার কাছে আবেদন করেছে.... হ্যা মৃত্যু..., তোমাকে খুব ভয় পাই... তোমার ভয়ে আমি সর্বদা চিন্তিত থাকি...... #এক্সপেরিয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।