নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর মত দু চোখ দিয়ে ঠিকরে বেরোয় জীবনের প্রতি অথবা জন্মানোয় প্রবল ঘৃনা
হ্যা , আজ আমার জন্মদিন ।
এ নিয়ে হৈ-হুল্লোর করার কিছু নেই । কেননা আমি এখনো এমন কোন মহত্ কর্ম করিনি যে সাধারণেরা তা নিয়ে মাতামাতি করবে ! আবার আমার বাবাও কোটি পতি নয় যে , হাজার লোক নিয়ে ঝাকজোমক পার্টি করবে !
প্রতিটা সেকেন্ডে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে । মোট হিসেবে একবছর কাছে চলে এলো মৃত্যু ।
নিত্য নৈমেত্তিক জীবন যাবনের মত আজকে আমার জন্মদিন বলে খুব একটা আলাদা দিন কাটে নি ! একদম সাধারন দিনগুলোর মতই গেছে ।
আমাদের পরিবারে আনুষ্ঠানিক ভাবে কেক কাটারও রেওয়াজ নেই । এই আম্মা একটু ভাল মন্দ রান্না করেন আমাদের জন্য আরকি !
কোন গিফট পাই না , তোড়া তোড়া ফুলের শুভেচ্ছাও নয় !
তারপরেও একাকী খুশিই থাকি সারাদিন ।
জন্মানোর তারিখ টা মনে হয় সবার কাছেই অনেক প্রিয় হয় এবং দিনটাকে একান্তই নিজের মনে হয় !
. . . . . . . . . . . . . . . . . . . . .
বাস্তবতায় এক ছোট ভাই আর দুই বন্ধু ছাড়া কেউ শুভেচ্ছা জানায়নি । আর ফেসবুকের কথা বাদ দিলাম ! যেখান এক ক্লিকে বন্ধু হয় আর তিন ক্লিকে বন্ধুর লিষ্ট থেকে মুছে যায় ,সেখানকার বন্ধুত্বের কইবা আর মূল্য ! [ তারপরও ফেসবুক থেকে অনেক অনেক ভাল কিছু বন্ধু পেয়েছি যাদের কখনো ভোলা যাবে না । ] তারপরও ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুরো দেয়াল ঢেকে ফেলেছে বন্ধুরা ।
তাদের অনেক ধন্যবাদ ।
গত বছর এই দিনটায় এলাকার সব বন্ধুরা একটা পিকনিকের আয়োজন করেছিলো । ঐদিনটাকে আজ মিস করছি । ওটাই ছিলো আমার জীবনের প্রথম বার্থডে সেলিব্রেট । কেক কেটে , লোক দাওয়াত করে , নিজেরাই রান্না করে সে এক হুলুস্থুল ব্যাপার ।
চমত্কার ছিলো দিনটি ! সেইসব বন্ধুরাও আজ আমার জন্মদিনের কথা বেমালুম ভুলে গেছে । ঐ যে বল্লাম না ? আমি তো মহত্ ব্যাক্তি নই
. . . . . . . . . . . . . . . . . . . . .
আজকের দিনের সবচেয়ে খুশির খবর হচ্ছে "একটা ভুল বোঝাবুঝি নিয়ে আমার বড় ভাই একদিন প্লাস্টিকের চেয়ার আমার গায়ের উপর ছুড়ে দিয়েছিলেন । সেই থেকে তিনি আমার সাথে কথা বলেন না ! আমি একবার কথা বলতে গিয়ে ব্যার্থ হয়ে পরে রাগ করে আর কথা বলিনি । আজ ছোট ভাই মারফত্ জানতে পারলাম ভাইয়া নাকি কেক এনেছে ! শুনে খুব ভালই লাগলো । কিন্তু এখনো আমার সাথে কথা বলেনি "
. . . . . . . . . . . . . . . . . . . . .
আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে , গত ১১ দিন টাইফয়েড জ্বর আর মাথা ব্যাথা নিয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছি ।
। । ।
. . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .
গতবছরের এইদিনটায় বন্ধুদের সময় না দিয়ে চ্যাটিং এ খুব ব্যাস্ত ছিলাম তার সাথে . . . . .
আর আগামিকালই সাত পাঁচ না ভেবে মাত্র ১৫ দিনের চ্যাটিং আর ফোনে বার দুই তিনেক কথা বলেই আবালের মত প্রপোজ করেছিলাম । এ কারনে প্রচুর ঝামেলাও পোহাতে হয়েছিলো আমাকে !
সেই দিন মুখের উপরেই না করে দিলেও ১৩ তারিখ রাজি হয়েছিলো প্রেম করতে ।
আর কয়েকদিন পরেই একবছর পূর্ণ হতে যাচ্ছে ।
. . . . . . . . . . . . . . . . . . . . .
এক গাদা আবোল তাবোল কথা বকে গেলাম ! আপনারা এই আবোল তাবোল মূল্যহীন কথা গুলো পড়ে আবার রাগ কৈরেন না । ;-)
আসলে ডাইরির পাতা শেষ তো ! এবছর কেউ ডাইরি গিফটও করেনি . . . .
তাই ব্লগ কেই ডাইরে ভেবে লিখে গেলাম ।
অনেক অনেক ভাল থাকুন আপনারা ।
শইল ডা বালা না , লিখতে মুন্চাইতেছে না
লিখছিও তো আবোল তাবোল
তাই আর জ্বালাইলাম না ।
. . . . . . . . . . . . . . . . . . . . .
সামুতে লগইন করে দেখি , সামুও আমাকে শুভেচ্ছা জানাইছে .
থ্যাংকু সামু ;-)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।