আমাদের কথা খুঁজে নিন

   

একমাত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ছাড়া সবাই কোটা বাতিলের পক্ষে।কারা কারা কোটা প্রথা বাতিলের পক্ষে দেখে নেই .....

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয় ১.সব মিলিয়ে ২০ শতাংশের বেশি কোটা থাকা উচিত নয়--’সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ২.বর্তমানে কোটা পুনর্বিন্যাসের সুযোগ আছে। --খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ৩.বিসিএস পরীক্ষায় কোটাপ্রথা বেআইনি ও সংবিধান পরিপন্থী --ড.আকবর আলী খান ৪.সাধারণ ছাত্রছাত্রীরা কোটা প্রথা চায়না --সাবেক পিএসসি চেয়ারম্যান ড.সাদাত হোসাইন ৫.বিসিএসে কোটা অযৌক্তিক --আওয়ামী এমপি হাফিজ আহমদ ৬.বিসিএস পরীক্ষা দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটি সম্পূর্ণরূপে মেধাভিত্তিক হওয়া বাঞ্ছনীয় :আলী কবীর,সাবেক সংস্থাপন সচিব, মুক্তিযোদ্ধা, লেখক। ৭.বিসিএসে কোটার দরকার নাই --মক্তিযোদ্ধার সন্তান(প্রথম এভারেস্ট জয়ী),মুসা ইব্রাহিম । ৮.কোটার কারণে দেশ মেধাবীদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে :অভিনেতা হাসান মাসুদ ৯.এখন সময় এসেছে কোটা ব্যবস্থা পুনর্বিন্যাসের। আগামীতে আমরা ক্ষমতায় গেলে কোটা ব্যবস্থা পুনর্বিন্যাসে উদ্যোগে নেয়া হবে বলে আমার বিশ্বাস।--ড. মোশাররফ ১০.অব্যশই কোটা ব্যবস্থা পুনর্বিন্যাস করা প্রয়োজন। আমাদের সবার আগে মূল্যায়ন করতে হবে মেধাকে।-- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ১১.বিসিএসে কোটার দরকার নাই --কলামিষ্ট আবুল মকসুদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।