(কিঞ্চিত সঙ্কুচিত ও বর্ধিত)
আমি বাঁচতে জানিনা- স্টাডি করিনি কখনো বাঁচার পাঠ।
শুরুটা আমার ছিল -
শেষ বলে কিছু নেই আমার।
ঘুমাবো বলে ঘুমাইনি কখনো;
চিরসত্য বাণীতে জেনেছি
আমার পায়ের তল তোমার।
পায়ের পাতা সঁপে দিলে- নিজেকে হয়না সঁপা?
যখনই পা রাখি- মাটি হয়ে যায় তুমিভূমি;
তুমিভূমিতে আমার বিচরণ।
মুহূর্ত মুহূর্ত জীবন- শুধু তোমার বিবরণ।
আমার নিজের কোন নাম নেই- আমি তোমার একমাত্র প্রমাণ।
অনিরুদ্ধ আনজির
১১/০৯/২০১৩
সিলেট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।