আমাদের কথা খুঁজে নিন

   

বাসচালক কেড়ে নিল চুয়েট শিক্ষকের প্রাণ: কাল মানববন্ধন

আমাদের বন্ধু ওবায়দুল হক গত ২ অক্টোবর রাতে বেপরোয়া গতির একটি বাসের চাপায় নিহত হয়েছেন। ওবায়েদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারী অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি তিন বছরের একটি কন্যা ও স্ত্রী রেখে গেছেন। ওবায়েদের এই মৃত্যুকে আমরা দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারছি না। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে বেপরোয়া চালকদের হাতে নির্বিচারে সাধারন মানুষ নিহত হচ্ছেন।

এ ধরনের ঘটনার সাম্প্রতিক শিকার বাংলাদেশের মেধাবী সন্তান তারেক মাসুদ এবং মিশুক মুনির। ওবায়দের মৃত্যুটি তারই ধারাবাহিকতা। রাজপথে অদক্ষ এবং বেপরোয়া চালকদের এই নির্বিচার হত্যাকান্ডের প্রতিবাদে আগামী ১৫ অক্টোবর আমরা একটি মানব বন্ধনের কর্মসূচী পালন করবো। প্রথিতযশা শিক্ষাবিদ, রাজনীতিক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই মানব বন্ধনে উপস্থিত থেকে আমাদের কর্মসূচীর সঙ্গে একাত্মতা জানাবেন বলে আমরা আশা করছি। এই প্রতিবাদ কর্মসূচীতে সংহতি প্রকাশের জন্য ব্লগার বন্ধুদের অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।

মানব বন্ধন কর্মসূচী স্থান : জাতীয় প্রেসক্লাব তারিখ : ১৫ অক্টোবর, শনিবার গময় : বেলা ১১টা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।