আমাদের কথা খুঁজে নিন

   

নির্দোষ দাবি করলেন মানিকগঞ্জ ট্রাজেডির বাসচালক

নিজেকে নির্দোষ দাবি করেছেন মানিকগঞ্জ ট্রাজেডির বাসচালক জামির হোসেন। নিজের ড্রাইভিং লাইসেন্সকে এক নম্বর বলে দাবি করে তিনি বলেন, আমার লাইসেন্সে কোনও সমস্যা নেই। সঠিক ড্রাইভিং লাইসেন্স নিয়ে ২০/২৫ বছর ধরে বিভিন্ন রোডে বড় বাস চালিয়ে যাচ্ছি। আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি এ দাবি করেন। এর আগে সোমবার ভোরে তাকে মেহেরপুরের গাংনী থেকে গ্রেপ্তার করা হয়।

জামির আরও জানান, তিনি ওইদিন ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জের জোকা এলাকায় তার বাসটি পৌঁছলে বিপরীত দিক থেকে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানে চলে আসে। এক পর্যায়ে গাড়িটি আরও ডানে চলে এলে দ্রুতগতির বাসটিকে আর নিয়ন্ত্রণ করা যায়নি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনও দুর্ঘটনা ঘটলে উত্তেজিত জনতা কার দোষ তা কখনও দেখে না।

যে সুস্থ থাকে তাকেই পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ ভয়েই আমি ঘটনাস্থল থেকে পালিয়ে যাই। উল্লেখ্য, ঢাকা-আরিচা সড়কে শনিবার দুপুরে ঢাকা থেকে পাটুরিয়াগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসে থাকা চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর, চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।