আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর কাছে হার মানলেন বাসচালক আল আমিন

মৃত্যুর সঙ্গে ১৫ দিন লড়ে হার মানলেন রাজনৈতিক সহিংসতার শিকার বাসচালক আল আমিনও (৩২)। অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় ঝলসে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ন ইউনিটে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে গত ৪ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি শ্রমিকবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। বাসটিতে আগুন ধরে গেলে আরও কয়েকজনের সঙ্গে চালক আল আমিন দগ্ধ হন।

সেদিন রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আল আমিনের বাবা হজরত আলী এখন বাকরুদ্ধ। ওই ঘটনায় দগ্ধ সোলায়মান আলীও বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার মতো এখানে আরও আছেন ২২ জন। যারা দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার শিকার।

১৮ বছরের সোলায়মানের মুখমণ্ডল, ডান হাত ও বুকের এক পাশ ঝলসে গেছে। বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা এ পর্যন্ত ১৫ জন মারা গেছেন। হাসপাতালের এ অংশে এখন অন্যরকম পরিবেশ। স্বজনদের মুখে তেমন কথা নেই। সবার ভেতরেই আতঙ্ক- কখন কে মৃত্যুর মুখে ঢলে পড়ে!

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.