আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার। কত প্রকার ও কি কি? (একটি অল্পবিদ্যা ভয়ঙ্করী পোষ্ট)

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক একটা অনুরোধঃ যারা ভাবছেন, আমি এই পোষ্ট কপি-পেষ্ট করেছি। তাদের অনুরোধ, আমার মতো লেখাচোরের ব্লগে যেনো আর না আসেন। ১. ছবিব্লগারঃ এনারা, ভবঘুরে। ঘুরে ঘুরে ছবি তোলেন, আর দারুন দারুন ছবি আপলোড করেন। আর ব্যাস্ত মানুষেরা এসব দেখে দীর্ঘশ্বাস ছাড়ে।

ভাবে,আহারে কি মজাটাই না ওরা করছে। ২. কবিব্লগারঃ এরা কবিতা লেখে। কবিতার পোষ্ট সামুতে খুব একটা সুবিধা করতে পারেনা। তবু,এরা লিখে যায়। এদের পোষ্ট আসে মধ্যরাতে।

এদের নিজেদের মাঝে ঐক্য দেখার মত। ৩.আড্ডাবাজ ব্লগারঃ এরা সামুতে আসে আড্ডা দেবার জন্য। দুইদিন পরপর পোষ্ট দেন, কে কে আছেন, আসেন আড্ডা দেয়। মজার ব্যাপার হলো,আড্ডা যখন জমে যায় তখন হঠাৎ এরা নাই হয়ে যায়। পরেরদিন এসে বলে,ঘুমাইয়া পড়েছিলাম।

৪.নাস্তিক ব্লগারঃ সামুর সবচাইতে হিট ব্লগার এরা। এনারা পোষ্ট দিতে দেরী আর কমেন্ট পড়তে দেরী। কমেন্টে সমমনারা বাহ বাহ করে। আর ধার্মিকরা হেদায়াত দানের চেষ্টা করেন। আর কিছু ব্লগার গালি দিয়ে সুখানূভব নেন।

সবমিলিয়ে এনারা হিট। ৫. ক্যাচাইল্যা ব্লগারঃ এরা সামুর প্রান। এনাদের সবাই একাধিক নিকের মালিক। এক নিক থেকে কমেন্টস দেন, ক্যাচাল ছাইড়া দিছি। অন্য নিক থেকে এসে ক্যাচাল শুরু করেন।

এনাদের ব্যান খাওয়া আর নতুন নিকের সেফ হওয়া দুটোই পান্তাভাত। ৬.ফানি ব্লগারঃ এনারা দারুন সব মজার পোষ্ট দেন। এনারা সামুর জনপ্রিয় ব্লগার। এনাদের মাথা ভর্তি আইডিয়া। আইডিয়ার যন্ত্রনায় এনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবার কথা।

কিন্তু গোপন সুত্রে পাওয়া খবরে জানা গেছে,এনারা রাতে নাক ডেকে ঘুমান। ৭.চিন্তাবিদ ব্লগারঃ এনারা দেশ ও দেশের অর্থনীতি নিয়ে চরম চিন্তায় থাকেন। বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে, অপর রাজনৈতিক দলকে আক্রমন করে দেশ উদ্ধার করেন। এনাদের ব্যাপারে বেশি বলা বিপদজনক। এনাদের অনেকে আবার সরকারী দলের কিনা।

৮. কপি-পেষ্ট ব্লগারঃ এনারা কষ্ট করে পোষ্ট লিখে সময় নষ্ট করতে চাননা। তাই অন্য যায়গা থেকে কপি করে সামুতে পেষ্ট করে দেন। গ্যাঞ্জাম লাগে, যখন এরা সামুর কোন ব্লগার এর পোষ্ট নিয়ে এই বিদ্যা অ্যাপ্লাই করেন। ৯.লুল ব্লগারঃ এনাদের পদচারনা শুধু আপুদের ব্লগে। আপুরা ফেসবুকের মত ব্লগেও যদি দু-চার লাইন লিখে দেন, এরা কমেন্ট করতে ঝাঁপিয়ে পড়ে।

আর আপুদের জন্মদিনে উৎসর্গমূলক পোষ্ট দিয়ে ধন্য হন। ১০. রাঁধুনি ব্লগারঃ এই জায়গায় স্বাভাবিকভাবেই আপুরা হিট। দারুন দারুন সব মুখোরোচক খাবারের রেচিপি দিয়ে,ব্লগারদের লোল ফালাইয়া ছাড়েন। সবাই কমেন্টস এ খাই খাই করে। গোপনসুত্রে খবর পাওয়া যায়,তাদের ঘরের মানুষেরাও কোনদিন এইসব খাবার চেখে দেবার সুযোগ পান নাই।

১১. লিঙ্ক বিতরনকারী ব্লগারঃ এদের কাজ হচ্ছে লিঙ্ক বিতরন করে যাওয়া। লিঙ্ক পোষ্টের মাধ্যমে অথবা অন্যের পোষ্টের কমেন্টস এ গিয়ে বিতরন করেন। এরা চরম বিরক্তিকর। কিন্তু অনেক ব্লগার দারুন সব বইয়ের,কাজের জিনিষের ডাউনলোড লিঙ্ক দিয়ে উপকার করেন। ১২.টেকি ব্লগারঃ এনারা টেকনোলজির জ্ঞান নিয়ে যে কারো সমস্যায় ঝাঁপিয়ে পড়েন।

মাঝে মাঝে দারুন সব পোষ্ট দেন। এনারাও কম জনপ্রিয় নন। ১৩. কমেন্টবাজ ব্লগারঃ এনারা কোন পোষ্ট দেননা। শুধু কমেন্ট করেন। এনাদের বিভিন্ন পোষ্টে বিচরন করতে দেখা যায়।

এনারা ক্যাচালমূলক পোষ্ট এড়িয়ে চলেন। ১৪. সিনেমাখোর ব্লগারঃ এনারা বিভিন্ন সিনেমার রিভিউ দেন। ডাউনলোড লিঙ্কও দিয়ে দেন। জনশ্রুতি আছেন, এনাদের শাকিব খানের ছবি বেশি প্রিয়। ১৫. পাতিহাঁস ব্লগারঃ এই ধরনের ব্লগাররা আমার খুব প্রিয়।

গ্রীক পুরান আর ঐতিহাসিক সব ঘটনা ইথারের দেয়াল থেকে খুঁজে আনেন। এদের পোষ্টে +++ এর ছড়াছড়ি। এর কারন ইতিহাস নিয়া কমেন্টস করার চাইতে ++ দেয়া সহজ। ১৬.ছাগু ব্লগারঃ এরাও নাস্তিকদের মত ঝাড়ির উপর থাকে। এসের উপর বয়ে যাওয়া ঝাড়ির পরিমান অনেক বেশি।

দলমত নির্বিশেষে সবাই এদের গদামের উপরে রাখে। এরা সাধারনত পোষ্ট দিয়ে, মন্তব্য গ্রহন করেন না। এই তালিকার বাইরেও লিছু ধরনের ব্লগার আছেন। তাদের শনাক্ত করতে সকলের সহযোগিতা চাই। (এই পোষ্টে লেখাগুলো কাউকে আক্রমন করে লেখা হয়নি।

কারো সাথে মিলে গেলে তা নিছক কাকতালীয় মাত্র। ) আমি কপি-পেষ্ট করিনাই। কিন্তু ব্লগার আশকারি রহমান ভাই এইমাত্র দেখাইছেন যে, এইরকম আরেকটা পোষ্ট নাফিস ভাই আগেই লিখে রাখছেন। পোষ্টটা পড়লাম। নাফিস ভাই গুরু মানুষ।

উনার পোষ্ট হাজারগুন ভালো হইছে। তাই লিঙ্ক শেয়ার করলাম- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.