আমাদের কথা খুঁজে নিন

   

গরীব দেশ আর অভাবী মানুষের দুভোর্গের ইতি টানতে আজ প্রয়োজন কিছু মৃত্যুর। কিন্ত মৃত্যুর কামনা যে কাপুরুষীতা! প্রতিশোধ নেবার নেশা আর কাপুরুষীতা - যাই কোন দিকে!

প্রথমেই বলে রাখি, কোন রাজনৈতিক দলের সদস্য নই - হবার সম্ভাবনাও খুব কম! বহুকাল আগে একসময় ছাত্র জীবনে কিছু দিনের জন্য ছিলাম - তখন সবেমাত্র নতুন স্লোগান 'আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র!' সামুতে এদিক-সেদিকটাকে বা আঁকা-বাকাকে একটু সোজা করে লিখলেই কিছু কিছু লোকজন মনে করেন কোন দলের লোক! দলের লোক নই - নিঃশ্চিত থাকুন! আর মডারেশন করার আগে সর্ম্পূণ লেখাটা একটু পড়ুন। আসল কথায় আসি। মানুষের মৃত্যু কামনা করা কাপুরুষের ধর্ম - তা কাপুরুষের কাজ বলেই জানি। সব মৃত্যুই কিন্ত মৃত্যু না। কিছু কিছু মৃত্যু জীবনের সূচনা করে - সূচনা করে সুন্দরের! মৃত্যুর দুয়ার দিয়ে জীবনের আবির্ভাব নিত্য ঘটে আমাদের চোখের সামনে।

একটু চিন্তা করেন দেখবেন অনেক নমুনা পেয়ে যাবেন। আমাদের প্রাণের বাংলাদেশের বতর্মান পরিস্তিতি বিশ্বের কাছে আমাদেরকে হেয় করতেছে। বিগত বছর বাংলাদেশ বিশ্ব মিডিয়ায় যেসব হেডলাইন পেয়েছে - প্রায় সবটাই ভূল কারণে। আমাদের সম্ভাবনাসূচক দেশ আজ কাঁদায় হাবু-ডুবু খাচ্ছে। গরীব দেশ, অভাবী মানুষ তার উপর বন্যা, ঘূণির্ঝড়, ভূমিকম্প - আর দূর্যোগ ও দূর্ভোগ তো আছেই! এবার শুরু হয়েছে পাল্টা আর বদলা নেবার পালা! দানবে দানবে লড়াই আর মাঝে জনসাধারণের রুদ্দ শ্বাস - প্রাণ যায় যায় অবস্হা! শত্রুকে বন্ধু বানাবার পরিকল্পনা না নিয়ে তাকে মারার কৌশলে ব্যস্ত আমাদের নেতারা! আর এই ফাকে আনেক নিরিহ মানুষ দিচ্ছে তাদের প্রাণ - আর অসৎ লোকজন জমাচ্ছে টাকার পাহাড়! এই করুণ পরিস্তিতির কি কখনও শেষ হবে? কবে দেশের মানুষ পাবে বেঁচে থাকার প্রাপ্য অধিকার? এই রেসারেসীর সমাপ্তি আসবে কি কখনও? ব্যক্তিগত, পরিবারগত আর গোষ্ঠীগত রেস, প্রতিশোধ আর বদলা নেবার ঘোর নেশায় মত্ত্ব আমাদের দেশের তরীর যারা কান্ডারী! এই রক্তের খেলা, এই জাহেলিয়াত, এই জগন্য অত্যাচারের কি শেষ নেই? আমাদের দেশের নেতজীদের বর্বর, পশুসুলভ মনোভাবের পরিবর্তন আসবে কি আমাদের জীবদ্দসায়! অনেকেরই ধারনা - হ্যা আসবে! তবে তার জন্য প্রয়োজন কিছু মৃত্যুর! ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের জন্য যে বা যারা দেশের মানুষকে জিম্মী করে রেখেছে - তাদের মৃত্যু ছাড়া বতর্মান কুলষিত পৃষ্ঠা পাল্টানো যাবে না।

মৃত্যু চাই তাদের যারা নিজ স্বার্থ হাসিলের জন্য হয়েছে বন্য! সাধারণ বিবেক ও কান্ড জ্ঞান বিসর্জন দিয়েছে প্রতিশোধের হে্য় নেশায়! মৃত্যু চাই সেসব নিকৃষ্ট মানুষনামী দানবগুলোর - যাদের মৃত্যু খুলবে দেশের নতুন সকালের দরজা - আনবে সকল মানুষের জন্য অফুরান শান্তি, সূখ, সম্ভম ও সম্মান! এই মৃত্যু ছাড়া কখনও আসবেনা সেই কাঙখিত সুদিন! আর এই যদি সত্য হ্য় তাহলে আজ মৃত্যু চাই - মৃত্যু! কিন্ত মৃত্যু কামনা করা যে কাপরুষের কাজ! না, না, না, কাপুরুষীতা করা যাবেনা কোন পরিস্তিতিতেই। তবুও কেন জানি এই চাওয়াই আজ হয়েছে হৃদয়ের পরম কাম্য। না, না, না তা ঠিক নয় - জীবনপিপাসু আর রক্ত পিপাসু যে একই! তা হলে আমি কি করি???  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.