আমাদের কথা খুঁজে নিন

   

আমরা গরীব, খাটি গরীব! আমরা গরীবের দল!



আমরা গরীব, খাটি গরীব! আমরা গরীবের দল!
গরীবানা মোদের অহংকার, গরীবানাই মোদের বল!

পরকালে মুক্তি পেতে, আমরাই সহজ পথ!
চুরির পয়সা, ভিক্ষার... যাই দেন, নাই দ্বিমত!

রাজনিতির গিনিপিগ আমরা, মানবাধিকারদের হবি!
আমাদের অধিকার আদায় করতে, কবিতাও লেখেন কবি!

ফটোগ্রাফার ফটোতে দেখায়, আমাদের ছোখের জল!
ছবির মেলায় দুখের প্রকাশ, দেখিয়ে মোদের হাল!

শীতকালে আমাদের দাম, আনেকখানি বাড়ে!
যুব সমাজ ছুটে যায়, যায় দ্বারে দ্বারে!
রেডিওতে করুন শুরে সোনায় মোদের গল্প!
ধনীরা নাকি বাচাতে পারে! দান করে অল্প!
ব্যংক একাউন্ট ও আছে, শীত বস্স্রের জন্য!
শীত থেকে বাচব মোরা, ঘরে না থাক অন্ন!
শীতবস্র জমিয়ে ছুটে, দুরের মোদের কাছে!
ফেলে রেখে নিজ এলাকার, নিজ মোদের পিছে!

অন্ন, বস্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সদাই নাহি পাই!
শীত থেকে বাচায় যারা, তাদের মোরা দোয়া দিতে চাই!

সকলের সাহায্য পেয়ে পেয়ে বছর মোদের চলে!
গরীব মোরা গরীবই থাকি! কপাল মোদের না খোলে!
গরীবানা কমেনা মোদের, হইনা ধনী কভূ!
সোয়াবের ফেরিওলা করে রাখেন, ধনীদের ঐ প্রভূ!

ক্লাসলেস রিয়াজউদ্দিন, দেয়না কভু কিছু!
কেউ কিছু দিতে গেলে, লাগে তাদের পিছু।
গরীবদের ভিক্ষা থেকে দুরে রাখতে চায়!
স্বাবলম্বী বানিয়ে হারামী, কি মজা পায়?
অন্যর দানে ভালই আছি শয়তানটা না বুঝে!
বসে বসে যদি সবই পাই, কে বল কাজ খুজে!!!

আমরা গরীব, খাটি গরীব! আমরা গরীবের দল!
গরীবানা মোদের অহংকার, ভিক্ষাই মোদের বল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.