© তারেক আনোয়ার যারা ড্রপবক্স কি তা জানেননা তারা প্রথম এই লিংকে গিয়ে ড্রপবক্স সম্পর্কে জেনে আসুন । কিছুদিন আগে ড্রপবক্স সম্পর্কে একটি পোষ্ট করেছিলাম । আজ পোষ্ট করছি ড্রপবক্সের উত্তম একটি বিকল্প নিয়ে । উবুন্টু ওয়ান । এটি উইন্ডোজ ইউজারদের জন্য অসাধারণ একটি অনলাইন স্টোরেজ সার্ভিস । এটিতে ড্রপবক্সের সব সুবিধাই আছে । বাড়তি হিসেবে পাচ্ছেন ৫ জিবি স্পেস, যেখানে ড্রপবক্স দিচ্ছে ২ জিবি । ডাউনলোড একই সাথে তারেক আনোয়ারের ব্লগে পোষ্ট করা হয়েছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।