লেখা তো যায় ই , ভাল লেখা হয় না আর কি ;)
উবুন্টু ১১.০৪ এসে গেছে, এর মাঝে অনেকেই হয়তবা ডাউনলোড করে ইন্সটল করে ফেলেছেন । একে তো নেট থেকে এত কস্ট করে ডাউনলোড, তার উপর ৩০ টাকা দিয়ে DVD কিনে বার্ন করে ইন্সটল করতে হয় । আর যারা আমার মত উইন্ডোজ এর মাঝে পার্ট টাইম উবুন্টু ইউজার তাদের জন্য তো এক্সট্রা খরছ বলা যায় । এর উপর টিনের সেপাই এর মত যদি ৪.৭ জিবি নামান তাহলে নরমাল DVD(4.35gb)ডিস্ক দিয়ে হবে না । কিন্তু এমন যদি হয়, একটা software দিয়ে ইন্সটল করে নিলাম কোন ঝামেলা ছাড়াই ।
দেখা যাকঃ
ডাউনলোড লিঙ্কঃ
উবুন্টু ১১.০৪ (torrent)
উবুন্টু ১০.১০ (torrent)
DAEMON TOOLS
DAEMON TOOLS অনেকেই জানেন হয়ত সফটওয়্যার টার কথা। যারা জানেনে না তাদের বলছি, এটা দিয়ে ভার্চুয়াল ড্রাইভ বানানো যায় । নাম দেওয়া থাকবে BD-ROM DRIVE(F
মানে আপনার পিসি এর DVD ROM এর মত আরেকটা ড্রাইভ তৈরি হবে । প্রথমে DAEMON TOOLS ইন্সটল করে নিন। আশা করি পারবেন।
দেখবেন ডেক্সটপ এ শর্টকাট হবে। ডাবল ক্লিক করে ঢুকুন, নিচে দেখবেন ফাইল ADD করার জন্য প্লাস দেওয়া একটা বাটন আছে । ক্লিক করে আপনি হার্ডডিস্ক থেকে উবুন্টু এর ISO ফাইল টি অপেন করুন ।
এর পর Play চিহ্নিত একটা বাটন দেওয়া আছে, ক্লিক করে মাউন্ট করুন।
আসল কাজ শেষ !
দেখুন আপনার ভার্চুয়াল ড্রাইভ BD-ROM DRIVE(F এ ফাইল অপেন হইসে ।
ওই ড্রাইভ এ WUBI.exe ফাইল টি ডাবল ক্লিক করে রান করুন।
দেখবেন লেখা আছে INSTALL INSIDE WINDOWS ।
ক্লিক করুন , আন্যান্য উইন্ডোজ এর সফটওয়্যার এর মত এটি ও ইন্সটল হয়ে যাবে
মজার ব্যপার হল আপনি উইন্ডোজ এর CONTROL PANEL থেকে অন্য সফটওয়্যার এর মত UNINSTALL করতে পারবেন
খুব কঠিন হয়ে গেল নাকি , চেস্টা করে দেখুন, এত কঠিন নয় । তবে বলে রাখা ভাল, ১১.0৪ থেকে সবার ১০.১০ ভাল লেগেছে । নতুন যারা উবুন্টু ব্যবহার করতে চান , তাদের ১০.১০ ব্যবহারের পরামর্শ দিব।
এর জন্য টিনের সেপাই এর পোস্ট টি পড়তে পারেন। আমাদের সবার OPEN SOURCE সফটওয়্যার ব্যবহার করা উচিত ।
ধন্যবাদ সবাইকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।