আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু সমস্যা

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

শেষ পর্যন্ত wubi দিয়ে ইন্সটল করতে না পেরে পার্টিশন ম্যাজিক দিয়ে নতুন পার্টিশন তৈরি করে উবুন্টু ইন্সটল করেছি। কিন্তু সমস্যার আর শেষ নেই।

কম্পিউটার প্রথমবার অন করলে উইন্ডোজে বুট করতে হয় । তা নাহলে উবুন্টু লোড হয় না। তারপরে সমস্যা ইন্টারনেট। আমি mobidata MBD-100EU edge মডেম ব্যবহার করি। এর ড্রাইভার সাথে দেয়াই ছিল।

যা রান করানোর পর উইন্ডোজ মডেম ডিটেক্ট করে। তার আগে স্টোরেজ ড্রাইভ হিসেবে দেখায়। তো সমস্যা হল যদি আমি উইন্ডোজে বুট করে ড্রাইভার রান না করে আবার উবুন্টুতে বুট করি তাহলে আর মডেম ডিটেক্ট করতে পারে না। অথচ সেটাকে স্টোরেজ ডিভাইস হিসেবেও দেখায় না। এবং যদি কোন কারণে মডেম ডিটেক্ট করা অবস্থায় রিমুভ করি এবং আবার কানেক্ট করি তাহলেও আর মডেম ডিটেক্ট করতে পারে না।

এহেন সমস্যার সমাধান কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.