আজ সফল ভাবেই লিনাক্স উবুন্টু ৯.০৪ সেটআপ মোটামোটি শেষ করলাম। এখন আমি উবুন্টু থেকেই এই লেখা লিখছি । আমি উবুন্টু সেটাপ দিতে গিয়ে একটা সমস্যায় পরেছিলাম আর তা হল GRUB Error 17 নামে একটি error message সকাল থেকে বার বার দেখাছিলো। এবং হার্ডডিক্স খুজে পাচ্ছিলনা। আমি খুব ভয় পেয়েছিলাম নতুন পিসি কিনতে না কিনতেই হার্ডডিক্স গেল এই সমস্যার কারণে এক্স-পি ও চলছিলনা। তার পর নেট থেকেই যানতে পারলাম এই সমস্যার ব্যাপারে তারপর আবার সব নতুন করে সেটআপ দেবার পর এখন মোটামোটি সব ঠিক দেখাচ্ছে।
আমার উবুন্টু ডেক্সটপের স্ক্রিনপ্রিন্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।