আমাদের কথা খুঁজে নিন

   

আমিও একসময় ছাত্র ছিলাম , যেটা ভেবে আজ আমি লজ্জিত হলাম

হতেও পারে প্রিয় লেখকের নতুন কিছু বই কেনার জন্য, আজ বিকেল অনেকদিন পর বাংলাবাজার গিয়েছিলাম । বাংলাবাজার থেকে ফার্মগেট আসার উদ্দেশ্যে বাসে উঠলাম , আমার পাশের সিটে বসা ছেলেটি পোশাকের দিক থেকে বেশ স্মার্ট , কানে হেড ফোন লাগিয়ে অবিরত ন্যাকা গলায় কারো সাথে বকবক করে চলেছে। বেশকিছু সময় পর বাসের হেল্পার ভাড়া তুলছে । ধীরে ধীরে যখন আমার পাশের ছেলেটির কাছে ভাড়া চাইতে আসলো , তখন সে বললো "আমি **** (শিক্ষা প্রতিষ্ঠানের নামটা উহ্য রাখলাম) এর স্টুডেন্ট "। হেল্পার বললো "যখন চেকার আইছিলো আপনে হাত তুলছিলেন " (এখানে বলে রাখি ঐ বাসটা সিটিং বাস (যদিও নামে) এবং স্টুডেন্টের জন্য হাফ ভাড়া, চেকার এসে চেক করা যায় কতজন যাত্রী আছে ,এবং এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে, সেই রকম টাকা পরবর্তীতে হেল্পারের কাছ থেকে নেয়া হয়।

) তখন ছাত্রটি বললো "ঐ *** এইখান থেকে গুলিস্তান যাইতে ,স্টুডেন্টদের ভাড়া লাগেনা " । ( এখানে বলে রাখি গুলিস্তানের ভাড়া মাত্র পাচটাকা ,হাফ তিনটাকা। ) তখন হেল্পার বললো "ভাড়া লাগেনা মানে , গাড়ি কি তেলছাড়া চলে নাকি, আপনে হাফ ভাড়া তো দিবেন "। এরপর ছাত্রটি হেল্পারের কলার ধরে বললো "**** পারলে তুই আমার কাছ থেকে ভাড়া নে , গাড়ি থেইকা নাম তোরে ভাড়া বুঝিয়ে দেই"। এরই মাঝে বাস গুলিস্তান চলে আসলো , ছাত্রটি নেমে গেলো , এবং পরে ড্রাইভার এবং হেল্পার মিলে মুখ দিয়ে ছাত্রটির চৌদ্দ গুস্টি উদ্ধার করে দিলো।

এখন ,আমার কথা হলো সামান্য দুই তিন টাকার জন্য একজনের কলার টেনে ধরা কতটুকু যুক্তিসংগত, তাও এক ভার্সিটি লেভেলের স্টুডেন্টের । এমনতো না ঐ ছাত্রের আর্থিক কোন সমস্যা ছিলো । সারাদিন মোবাইলে কথা বলতে পারলেও , ঐ ছাত্রটির কি সামান্য তিন টাকা দেবার ক্ষমতা ছিলোনা । কলার ধরে টানার ফলে ঐ ছাত্রের বা ঐ প্রতিষ্ঠানের সন্মান কি খুব বেড় গেলো ? এমন কাজ কি করা উচিত যাতে মানুষজন নিজের মা বাবা কে গালি দেয়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।