আমাদের কথা খুঁজে নিন

   

কি বাহে কি হইলো?

কি বাহে কি হইলো? লেখা পড়া শ্যাষ কইরা বইয়া রইছি কিন্তু চারকি বারকি পাচ্ছিনা বারে। চারকি ছাড়া বোউ কই পামু এই লিয়ে খুউব চিন্তায় রইছি দ্যাশে কি চারকির আকাল পইললো? চারকি না পাইলে বিয়া অইবো না, বিয়া না অইলে বুড়া অইয়া কিতা করুম? এ ভাই চারকির বাজার ক্যামন যাইতাছে অহন? জানাইলে খুশি অইতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।