আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জীবনের কিছু অসাধারণ ঘটনাঃ

সুখী মানুষ ১. আমরা প্রত্যেকেই অনেক অনেক টাকা কামাই করতে চাই, কিন্তু আমাদের লাইফের সবচেয়ে সেরা সময়টা আমরা পার করি যখন পকেটে ১০ টি টাকাও অনেক মহামূল্যবান (স্কুল লাইফ)। । ২. আমরা অনেকেই চাই দামি দামি ব্র্যান্ডের পোশাক পড়তে, কিন্তু সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন বাসায় পায়জামা অথবা লুঙ্গী পড়া অবস্থায় থাকি। । ৩. আমরা প্রত্যেকেই চাই দামি দামি হোটেলে গিয়ে খাবার খেতে, কিন্তু সবচেয়ে বেশি উপভোগ করি যখন ফ্রেন্ডরা মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যান গাড়ি থেকে ফুচকা কিনে খাই।

। ৪. আমরা সবাই দামি দামি গাড়ি কিনতে চাই, বিলাসবহুল যাতায়াত ব্যবস্থা চাই, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন নির্জন কোনো রাস্তায় বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে গল্প করি। । ৫. আমরা সবাই চাই দামি মোবাইল কিনতে, আই পড, আই টাচ কিনতে, কিন্তু ভেবে দেখুন, মাঝে মাঝে ভাঙ্গা রেডিওতে বাজা গানটি আপনার মনে কিরূপ শান্তি এনে দিত। ।

** জীবনটা আসলেই অনেক মজার, কিন্তু আমরা জটিল সব জিনিসের পেছনে দৌড়িয়ে এর সমীকরণকে আরো জটিল করে ফেলি। । নিজের জীবনকে ভালবাসুন। । ছোট ছোট ব্যাপারগুলোকে এনজয় করুন।

। তাহলে, যখন আপনি একসময় সব পেয়ে যাবেন, তখন নিজেকে নিজে বলতে পারবেন, "আমি লাইফটাকে প্রানভরে উপভোগ করেছি!!" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.