ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ইরানী পরিকল্পনা নষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই কাজ করতে ইরান দুইজন গুপ্তঘাতককে নিযুক্ত করেছিল বলে জানান এটর্নি জেনারেল এরিক হোল্ডার।
তিনি আরও জানান, দুইজনের মধ্যে একজন ইরানের পার্সপোর্টধারী মার্কিন নাগরিক। হত্যা পরিকল্পনাটি করে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের অংশ কুদস বাহিনী।
হোল্ডার আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবেইরকে হত্যা করতে ইরান ১৫ লাখ ডলার দিয়েছে।
ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই পরিকল্পনার জন্য দায়ী। ’
যদিও ইরান যুক্তরাষ্ট্রের করা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থায় সরকারের বরাত দিয়ে বলা হয়, ‘তেহরানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই যুক্তরাষ্ট্র এই অভিযোগ করেছে। এর আগেও সিআইএ এমন অনেক অভিযোগ করেছে ইরানের বিরুদ্ধে। ’
জাতিসংঘের ইরান মিশনের তথ্য সচিব যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
অভিযুক্ত দুইজনের মধ্যে একজনের নাম ৫৬ বছর বয়সী মানসুর আরবাবশিয়ার এবং অপরজনের নাম গোলাম শাকুরি। শাকুরি ইরানের কুদস বাহিনীর সদস্য।
মানসুর আরবাবশিয়ারকে সেপ্টেম্বরের ২৯ তারিখ জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তীতে তিনি তার দোষ এবং পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলেও জানায় হোল্ডার।
হোল্ডার আরও বলেন, ‘গুপ্তহত্যাকারীদের পরিকল্পনা ছিল বিস্ফোরক পদার্থ ব্যবহার করে রাষ্ট্রদূতকে হত্যা করা।
বিস্ফোরক পদার্থ নিরাপদ স্থানে সরিযে নেওয়া হয়েছে এবং সাধারণ জনগণের কোনো ভয়ের কারন নেই। ইরান থেকে শাকুরির অনুমোদন পাওয়ার পরপরই মানসুর কাজে লেগে পড়ে। শাকুরি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক একাউন্টে অগ্রীম হিসেবে ১০ লাখ ডলার মানসুর বরাবর পাঠায়। ’
এদিকে হোয়াইট হাউস মুখপাত্র টমি ভেটর বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য বলেছেন। এই পরিকল্পনা নষ্ট করে দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাকে সাধুবাদও জানিয়েছেন প্রেসিডেন্ট।
’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরানকে যথাযথ এবং শক্তিশালী জবাব দিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে আলোচনা করবে। ’
ছবিতে বক্তব্য রাখছেন - এটর্নি জেনারেল এরিক হোল্ডার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।