স্বপ্নের ক্যানভাসে এবার একটা প্রজাপতি কিংবা রংধনু চাই আমার এক বন্ধু কয়েকদিন ধরে নাকি দাওয়াত খাইতে খাইতে টায়ার্ড, তাই নাকি পরশু এক বান্ধবীর বিয়ে তে যাবেনা ...... আমরা তো সবাই টাশকি,এ যে ভুতের মুখে রামনাম...... আসলে যে টায়ার্ড তা ঠিক না, পেটুক টা এমন ই ভোজনরসিক , খাবার এর নামেই সুঘ্রাণ পাওয়া শুরু করে । তাই ওর মত পেটুকের দাওয়াতে অরুচি মানে অনেকটা ব্যাঙের সর্দি টাইপ ব্যাপার... টায়ার্ড মানে বুঝতে হবে ঘাপলা আছে কোথাও আর নয়ত পকেট একেবারেই ফাকা যাচ্ছে ...
কিন্তু কেন যেন দাওয়াতের খাওয়া নিয়ে অঘটন গুলা ওর সাথেই ঘটে...... এই তো সেদিনের বিয়ে তে বেচারির নাকি চরম খিদা পাইছিল সন্ধ্যা না হতেই, কিন্তু কি আর করা, দাওয়াতের জম্পেশ খানার কথা মনে করে পেট রাখছিল খালি...এদিকে আবার খাওয়া দিতে দেরি করতেসে, তখন সে বলেই বসছে “ধুর ছাতার মাথার বিয়ের গুষ্টি কিলাই,খাওয়া দেয়না এখনো”...। কথা টা বলে সে পাশ ফিরে তাকায় দেখে কনের মা...বেচারি তো ভ্যাবাচ্যাকা পুরাই। যাহোক পরে যখন সে খাইতে বসছে, খাওয়ার মাঝামাঝি একটা হাড্ডি ডাইভ দিয়ে পড়বি পড় তার প্লেট এ... স্বল্পাহারী ডায়েটিং রত তরুনী দের সাথে বসে আবার নতুন করে খাওয়া শুরু করতে তার আবার প্রেস্টিজ এ লাগল ,ফলাফল আধপেটা ।
আমাদের আরেক বন্ধু নতুন চাকরি উপলক্ষে খাওয়াইতে নিসে, বেটা ভাল বেতনের একটা চাকরি হাকাইছে, তো আমাদের পচানির ভয়ে ভাল একটা জাইগায় গেসি ।
ওই খানে আবার মেনু কার্ডের বেশিরভাগ আইটেম ই আমাদের অপরিচিত। তো আমরা আর রিস্ক নিলাম না, পরিচিত আইটেম গুলাই অর্ডার দিলাম, আর শালা পেটুক খুঁজে খুঁজে বাহারি নামের কয়টা আইটেম অর্ডার দিসে...। । পরে যখন ওয়েটার খাবার দিছে, চেহারা দেখেই আমাদের কেমুন জানি সন্দেহ হইছিল,কিন্তু কিছু কইনাই। হেহেহে, কিছুখন পর দেহি বেটা চোখমুখ কুঁচকায় আমাদের প্লেটের দিকে আড়চোখে তাকাইতেসে...আমরা অবশ্য কোন পাত্তা দিই নাই তাতে ।
কয়দিন আগে আরেক বন্ধুর বাসায় জন্মদিনের দাওয়াত, আন্টি আবার মহৎপ্রাণ টাইপ,খাওয়াতে খুবই ভালবাসেন ... পেটুকের খাওয়ার রুচি আর আগ্রহ দেখে তো আন্টি আনন্দে আটখানা। সবকিছু বারবার উনি মহা উতসাহে পেটুকের প্লেটে তুলে দিচ্ছেন ...... খাওয়া শেষে তো আইঢাই অবস্থা বেচারির... পরে ওই বাসা থেকে ফেরার সময় ওর পেট এমন মোচড়ানি দেয়া শুরু করসে, পারলে গাড়ি থেকে নেমে দৌড় দেয়...। ।
সব কাহিনী বলে দিলে আমার হাড্ডি সংখ্যা ২-১ খান বেড়ে যাওয়ার চান্স আছে ,কয়েকটা হাড্ডি ভেঙ্গে না আবার দুইখান করে,শালার গায়ের জোর তো আর কম না ......এইখানেই ফুলস্টপ দেয়াই বুদ্ধিমানের কাজ... অ......ভাল কথা দাওয়াতের অরুচির কারন টা তো বলাই হয়নি... কয়দিন আগে বিয়ের কোন একটা দাওয়াত থেকে আসার পর ওর পেট চরম খারাপ... ভাল হওয়ার নাম ই নিচ্ছে না...মনে হয় পেট এত খাবার একবারে হজম করতে করতে টায়ার্ড, তাই বিদ্রোহ করসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।