মনের জানালা অভিনয় বড় অদ্ভুত জিনিস। কোন মিডিয়া তে প্রকাশ পাক বা না পাক অভিনয় আমাদের করে যেতে হয়। কত ধরনের অভিনয় যে আমরা করি তার একটা তালিকা করা উচিত। এই যেমন অফিস পাড়ায় অভিনয়, বাবা-মার সাথে অভিনয়, প্রেমিক-প্রেমিকার সাথে অভিনয় ইত্যাদি। তবে প্রেমিকার সাথে ছেলেদের অভিনয় বিয়ের আগে যেমন করতে হয়, বিয়ের পরেও করতে হয়(যদি আদৌ বিয়ে হয়ে থাকে)
বিয়ের দাওয়াত পেয়েছি।
দাওয়াত পেয়েছি বললে ভুল হবে। পেয়েছি বন্ধু রাকিবের কল্যাণে। রাকিবের সাথে পরিচয় তিন মাসও হয় নি। অনেকদিন বিরাণী খাই না। আমার এই কথা শোনার পর বললো, 'চল খেয়ে আসি'।
খেতে এসে দেখি এই কাহিনী। এই রকম হঠাৎ হঠাৎ বিয়ের দাওয়াত খেতে ভালই লাগে।
কনেকে সুন্দর লাগছে দেখতে। অবশ্য বিউটি পারলার এর কারণেও হতে পারে। এরা ভয়ানক রকমের দক্ষ।
তিল কে তাল করা আর বিউটি পারলার এর মেকআপ একই ব্যাপার। হ্রদয়ের মেকআপ কোথায় করে জানতে পারলে ভাল হত।
আমি হলাম বর পক্ষ। বর তোর কি হবে রে? রাকিব কে জিজ্ঞেস করি। 'খালার মামাতো ভাই, মামাই হবে'।
ও মামা করে কি? 'বাবার হাউজিং ব্যবসা আছে'। আমি বললাম ভালই তো। মেয়ে ভালবাসা পাক বা না পাক ভাল একটা বাসা পাবে। রাকিব হাসতে হাসতে 'তা পাবে'। আমি বললাম আমি খেতে যাই।
পেটে রাক্ষসের খিদে।
হাড্ডি চিবাই। চিবানোর কড়চ কড়চ শব্দ মনের কোথায়ও যেন বাজছে। খাবার পর বিদায় নিব। রাকিব খাকবে, আমি চলে যাব, মাথা ধরছে।
রাকিব বললো, চল মামীর সাথে পরিচিত হ। বর-কনের কাছে এলাম। মামীর সাথে পরিচিত হলাম। বিদায়ের সময় প্রায় ফিসফিস করে বললাম, ' ভাল থেকো পিংকি '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।