জীবিকাবদ্ধ শব
আজ কয়েকদিন মাথায় কয়েকটা বিষয় ঘুর ঘুর করছে কিন্তু টাইপ করাটা আমার জন্য এখনও বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার।এছাড়া আমি আমার মনের ভাব ঠিক গুছিয়ে বলতে পারি না বলেও দুর্নাম আছে।
কাল রাতে একটা চিন্তাকল্প মাথায় এলো-
ছোটবেলা এমন কি এখনও মুসল্লিদের খপ্পরে পড়তে হয়; এটার একটা খুব সুন্দর নাম আছে: দাওয়াতি কার্যক্রম, যারা বেনামাজী মুসলিম ভাই-বোনদের নামাজ এবং ধর্মে উৎসাহী করে তোলার চেষ্টা করে।
যদিও বলা হয় যার যার ধর্ম তার তার গাছে তবুও এই দাওয়াতি কার্যক্রম নিয়ে কেও কখনও অভিযোগ তুলে নাই কারন কেও কেও বিরক্ত বা বিব্রত হলেও দাওয়াত একটি শান্তিপূর্ণ কর্মকান্ড। আমার মনে হয় সবাই এই কথার সাথে একমত হবেন।
যাইহোক এখন কথা হইল: আমরা কিছু সংশয়বাদী/ নাস্তিকরা মিলে যদি এরকম দাওয়াতি কার্যক্রমে রাস্তায় বের হই অবস্থা কেমন ঘটতে পারে তার একটা চিত্র মনে মনে আকার চেষ্টা করছি। আমার মাথায় আসছে না ঠিক কি কি ঘটতে পারে।
====================
আচ্ছা গো আযম, নিযামির ছেলে মেয়েরা কোন কোন মাদ্রাসায় পড়াশুনা করেছেন কেও বলতে পারেন? তাদের ফ্যামিলির অনেক মেম্বাররা ক্যান আমেরিকায় থাকে? আমেরিকা কি তাদের দাওয়াত করে নিয়ে গেছে?
===================
মুসলিম উম্মাহর নামে, ইসলাম এর নামে পাকিস্থানের সাথে এক থাকা উচিৎ ছিল বলে (মেরেছ কলসীর কানা তাই বলে কি প্রেম দেব না থিয়রি) যে সব মহান ব্যক্তিরা বয়ান করেন তারা কেনো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে যেয়ে তাদের নসিহত করে না যে, ইসলামে জাতিয়তাবাদ হারাম, তোমরা সব বর্ডার উঠায় ফেলাও আর সব মুসলিম মিলে একটা দেশ বানাও। ক্যান তারা ৭১ এ হারার পর ফকিরের মতো সৌদি যেয়ে বাংলার সব মসজিদ মুক্তিযোদ্ধারা পোড়ায় দিছে, তাই মসজিদ পুর্ননির্মান করতে হবে- এই সব মিথ্যা কথা বলে টাকা লইয়া লন্ডন, পাকিস্থানে পালায়া আছিল।
=================
জিন্নাহ ক্যান তার দ্বি-জাতি তত্ত্ব আরব জাহান কে নসিহত করেন নাই?
=======================
নেটে বইসা যেসব ইসলামি পন্ডিতগন নসিহত করেন তারা তাদের ওয়েবসাইটে কমেন্ট মডারেশন করেন ক্যান?
============================
--------
১৯৭১ এর ১৪ ডিসেম্বর বাংলাদেশ কে মেধাশুণ্য করার অভিপ্রায়ে হাজার হাজার বুদ্ধিজীবিদের কারা মেরেছিল?
------------
কয়েক বছর আগে হুমায়ুন আজাদ'কে কারা আঘাত করেছিল?
চট্টগ্রামের অধ্যাপক মুহূরীকে কারা নির্মম ভাবে হত্যা করেছিল?
সাম্প্রতিক কারা জাফর ইকবাল এর পিছনে লেগেছে?
------------------------
তারা কি ৭১ এর মতো এখনও লিস্ট নি্যে ঘুরে বেড়ায়?
আসলে ১৯৭১ আর এই ২০০৯ এ অবস্থার কতটুকু পরিবর্তন হয়েছে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।