যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম "দোয়েল" ল্যাপটপ বাজারে আসছে এটা ভালো খবর। কিন্তু এটার ভিতরে কি আছে যেমন- প্রসেসর কি, র্যাম কত, মাদারবোর্ড কি, হার্ডডিস্ক কত, ওয়েবক্যাম আছে কিনা, ডিভিডি রাইটার আছে কি? ইত্যাদি প্রকাশ করলে ভালো হতো। তাছাড়া এই দোয়েল ল্যাপটপের কী-গুলো কতদিন কাজ করবে তার কি কোনো ওয়ারেন্টি পাওয়া যাবে কিনা ইত্যাদি। দেখা গেলো ১০,০০০ বা ১২,০০০ হাজার টাকা দিয়ে দোয়েল কিনলাম, কিন্তু বাসায় আসার আগেই দোয়েল এর প্রাণ পাখি উড়াল দিছে। কারণ সস্তার তিন অবস্থা সেটা আমরা সবাই ভালো ভাবেই জানি। তাছাড়া আমার মনে আরেকটা সন্দেহ উকি দিচ্ছে- প্রথম যখন সিএনজি চালিত অটোরিক্সা বাজারে আসে, তখন বলা হয়েছিল ৮০ হাজার টাকায় পাওয়া যাবে, আর এখন ৪-৫ লক্ষ টাকায় কিনতে হয়। তাই দোয়েল বাজারের আসার পর যাতে সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাংলার বাজারে জয় হউক দোয়েল'র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।