জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। সত্যিকারের সাংবাদিকদের হাত থেকে বাংলাদেশে ব্যাবসায়ী / শিল্পপতিদের হাতে সর্বোপরি কর্পোরেট হাউজগুলির নিয়ন্ত্রণে মেইনস্ট্রিম মিডিয়ার নিয়ন্ত্রন কিভাবে চলে গেছে বা যাচ্ছে নিচে তার কিছু উদাহরন দেয়া হলো। দু-একটি ব্যাতিক্রমও এখানে আছে।
তবে কতদিন থাকবে তাই এখন দেখার বিষয়। তাই স্বাভাবিকভাবে শিল্পপতি/ব্যাবসায়ীদের ব্যাবসায়িক স্বার্থই যে অন্য যেকোন কিছুর চাইতে বেশী গুরুত্ব রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না। পাঠক / শ্রোতা / দর্শক অথবা দেশের স্বার্থ এখানে গুরুত্বপূর্ণ নয়।
পত্রিকার সম্পাদক বা টিভির বার্তা প্রধান এর সদিচ্ছাও মূখ্য নয় বরং ফাইন্যান্সার এর ইচ্ছাই মূখ্য। যারা এখনও কোন মিডিয়ার নিয়ন্ত্রণ নিতে পারেন নি তাদের চেষ্টা হলো একটা নিজের মিডিয়া প্রতিষ্ঠা ।
আর তা না হলে পুরোনো মিডিয়াগুলির মাঝ থেকে যেকোন একটির নিয়ন্ত্রণ নেয়া। আর একারনেই প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন নাটক পর্দার আড়ালে বা সামনে ঘটে চলেছে ।
বর্তমান অবস্থার কিছু নমুনা নিচে দেয়া হলো :
বসুন্ধরা গ্রুপ: আহমেদ আকবর সোবহান
দৈনিক কালের কন্ঠ
দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সময় টিভি
The Daily Sun
banglanews24.com
ট্রান্সকম গ্রুপ: লতিফুর রহমান
দৈনিক প্রথম আলো
The Daily Star
ABC Radio
হা-মীম গ্রুপ: এ.কে.আজাদ
দৈনিক সমকাল
Chennel24
র্যাংগস গ্রুপ: রউফ চৌধুরী
দৈনিক সকালের খবর
ইউনিক গ্রুপ: নুর আলী। আরও আছে পিএইচপি গ্রুপ
দৈনিক আমাদের সময়
(এই পত্রিকাটির মালিকানা নিয়ে মামলা জটিলতা চলছে, সম্ভবত নাইমুল ইসলাম খানের নিয়ন্ত্রনে এখন এই পত্রিকাটি)
বেক্সিমকো গ্রুপ: সালমান এফ. রহমান
The Daily Independent
Independent TV
bdnews24.com
দৈনিক মুক্তকন্ঠ (অধুনালুপ্ত)
গ্লোব-জনকন্ঠ গ্রুপ: আতিকুল্লাহ খান মাসুদ
দৈনিক জনকন্ঠ
ডেসটিনি গ্রুপ:
দৈনিক ডেসটিনি
দৈনিক অপরাধকন্ঠ
বৈশাখী টিভি
এইসআরসি গ্রুপ: সাইদ হোসেন চৌধুরী
দৈনিক যায়যায়দিন
কর্ণফুলী গ্রুপ: সাবের হোসনে চৌধুরী
দৈনিক ভোরের কাগজ
দৈনিক দিনের শেষে
Desh TV
স্কয়ার গ্রুপ: স্যামসন এইচ. চৌধুরী
মাছরাঙ্গা টিভি
(একটি দৈনিক পত্রিকার কথাও ইদানিং শোনা যাচ্ছে)
বেঙ্গল গ্রুপ:
RTV
দিগন্ত মিডিয়া / জামাতে ইসলামী ঘরানার মীর কাশেম আলী
দিগন্ত টিভি
দৈনিক নয়াদিগন্ত
এটিএন গ্রুপ: মাহফুজুর রহমান
এটিএন বাংলা
এটিএন নিউজ
বিজয় টিভি (চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের নামে ইস্যুকৃত লাইসেন্স বর্তমানে এটিএন এর সহায়তায় সম্প্রচারের অপেক্ষায় )
এটিএন স্পোর্টস (নতুন এই চ্যানেল এর কথা ইদানিং শোনা যাচ্ছে)
জেমকন গ্রুপ: কাজী শাহেদ আহমেদ
দৈনিক আজকের কাগজ (অধুনালুপ্ত)
যমুনা গ্রুপ: / নুরুল ইসলাম বাবুল
দৈনিক যুগান্তর
ইত্তেফাক গ্রুপ: আনোয়ার হোসেন মন্জু
দৈনিক ইত্তেফাক
সাপ্তাহিক রোববার
The New Nation
নিটোল গ্রুপ: আবুল মাতলুব আহমেদ
দৈনিক জাগরন (বাজারে আসার পথে)
গাজী গ্রুপ: গাজী গোলাম দস্তগীর
GTV
কামাল আহমেদ মজুমদার
মোহনা টিভি
মোসাদ্দেক আলী ফালু
NTV
ইমপ্রেস গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক : ফরিদুর রেজা সাগর
Chennel-আই
আবদুস সালাম
একুশে টিভি
আহমেদুল কবীর
দৈনিক সংবাদ
এনায়েতুর রহমান বাপ্পী
Chennel 9
মোজাম্মেল বাবু
Chennel ৭১
এ.এস.এম. বাহাউদ্দিন
দৈনিক ইনকিলাব
সাপ্তাহিক পূণিঁমা
শেখ ফজলুল করিম সেলিম
দৈনিক বাংলার বাণী (অধুনালুপ্ত)
ফেরদৌস আহমেদ কোরেশী
দৈনিক দেশবাংলা
কমান্ডার সোপ : মোহাম্মদ জাকারিয়া খান
দৈনিক বাংলাবাজার পত্রিকা
মতিউর রহমান চৌধুরী
দৈনিক মানবজমিন
মাহমুদুর রহমান
দৈনিক আমার দেশ
সুপারস্টার গ্রুপ
barta24.net
টেলিলিংক গ্রুপ
দৈনিক গনকন্ঠ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।