শূন্য থেকে মহাশূন্য চলচ্চিত্রময় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত চলচ্চিত্র পাঠচক্র চলচ্চিত্র কি? কেমন করে চলচ্চিত্র দেখতে হয়? চলচ্চিত্র পাঠের প্রয়োজনীয়তা কি? চলচ্চিত্র-তত্ত্ব পাঠ কিভাবে হয়? চলচ্চিত্র ও অন্যান্য শিল্পমাধ্যমের আন্ত:সম্পর্ক কেমন, ভিন্ন ভিন্ন মাধ্যমের পাথর্ক্যই বা কোথায়? চলচ্চিত্রের ভাষা কিভাবে গড়ে ওঠে? চলচ্চিত্র কিভাবে চলচ্চিত্র-সাহিত্য গড়ে তোলে অথবা চলচ্চিত্র-সাহিত্য কি? চলচ্চিত্রের সাথে মানুষ, সমাজ এবং রাষ্ট্রের সম্পর্ক কিভাবে নির্ধারিত হয়? রাষ্ট্র এবং সরকার কেন চলচ্চিত্র ‘সেন্সর’ করে বা করতে চায়? চলচ্চিত্র কিভাবে রাজনীতি এবং সমাজব্যবস্থাকে প্রভাবিত করে? জনপ্রিয় চলচ্চিত্র কেমন করে দুনিয়াব্যাপি জনরুচিকে নিয়ন্ত্রণ করে এবং স্থানীয় জনসংস্কৃতির চেহারা বদলে দেয়? চলচ্চিত্র কিভাবে সমাজ বদলের হাতিয়ার হয় বা হতে চায়? এমন অনেক বিষয় আলোচনার, পঠন-পাঠনের এবং বিশ্লেষনের প্রয়োজনে ‘চলচ্চিত্র পাঠচক্র’। বিষয়-সংশ্লিষ্ট ধ্রুপদী ও সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী, প্রয়োজনীয় পাঠ্যক্রম এবং বিষয়-সংশ্লিষ্ট শিক্ষকদের পাঠদানের মধ্য দিয়ে ৩ মাসের ‘চলচ্চিত্র পাঠচক্র’ চলচ্চিত্রকে বোঝার এবং পাঠের, দেখার এবং শেখার প্রয়োজনীয় আয়োজন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র এই আয়োজনে সহযোগীতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রতি সপ্তাহের শুক্রবার এবং প্রতি মাসের প্রথম ও শেষ শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠচক্র চলবে। পাঠচক্রে পাঠদান করবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম প্রখ্যাত চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন চলচ্চিত্র গবেষক ড. সাজেদুল আউয়াল চলচ্চিত্র অধ্যাপক ড.জাকির হোসেন রাজু শব্দ-প্রকৌশলী রতন পাল নির্মাতা সরওয়ার জাহান খান অধ্যাপক ফাহমিদুল হক শিল্পী সব্যসাচী হাজরা আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু স্থপতি রাজন দাশ নির্মাতা রাজীবুল হোসেন পাঠচক্র সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন পাঠচক্রে তরুণ এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পাঠচক্র শেষে সনদ প্রদান ছাড়াও আগ্রহীদের ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সদস্যপদ প্রদান করা হবে। পাঠচক্র শুরু হবে ২৮ অক্টোবর ২০১১ চক্রে অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ অক্টোবর ২০১১ নিবন্ধন ফি ১,০০০ টাকা নিবন্ধনের জন্য যোগাযোগ: (প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত) নোভা, ৫০, আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা। ফোন: ০১৬৭৫ ৩৩৮ ৬২২, ০১৮১৫ ১১০ ২৮২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।