কিছুই বলার নাই । আমি রাজনীতি তেমন বুঝিনা , তবে রাজনৈতিক আলোচনা হলে সামলাতেও পারিনা । কি আর করব ভাই বাসা থেকে সেই রকম ভাবে নিষিদ্ধ রাজনীতি করা (রাজনীতি করলে নাকি মানুষ বখে যায় !!) ধারনাটা আমার ভিতরে যে ইমপ্লিমেন্ট হয় নি তা বলা যাবেনা ! বিষয় টা এখন সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখার মত কিনা বলেন তো ?? আমার মা আমাকে গল্প বলে বাবার সাথে সিনেমা হলে যাওয়ার গল্প বলে তখন আমি ও মনে মনে বলি কি বলে !! সিনেমা হলে !!! আমি জানি আপনার মনে সমস্যার কারন টা স্পষ্ট হয়ে উঠেছে । কারন যুগটা আসলে পালটে গেছে । ।
এখন সিনেমা হলে মুভি দেখাও যেমনি বখাটেপনা তেমনি রাজনীতি করা টাও সেরকম । একটা ছেলে ছাত্র রাজনীতি করে শুনলেই মনে পড়ে চাপাতি , রামদা , বন্দুক চালনায় অভ্যস্ত কিছু বখে যাওয়া যুবক্, যাদের চোখে দুনিয়ার হিংস্রতা ভর করে । মনে হয় সারাদিন নেশায় ডুবে থাকে ওরা । সুযোগ পেলেই একটা গণ্ডগোল পাকাবে ওরা। ।
আগে হত রক্তারক্তি আর এখন শুরু হয়েছে খুনোখুনি । এত কিছুর ধারনা তৎক্ষণাৎ মাথায় চেপে বসা টা অযৌক্তিক কিছু না । যারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করে তারা মিডিয়ার কল্যানে ছাত্র রাজনীতির ত্বকীয় অংশ দেখতে পান আর তারা তাতেই বুঝে নেন ভেতরের ফলের অবস্থা কি হতে পারে । । অধিকাংশ ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটে না ।
আমি মনে করি মানুষের আর দশ টা যোগ্যতার মধ্যে “রাজনীতি” একটা । । এই জিনিস টা যদি দেশের মেধাবী ছাত্র রা অভ্যাস করে তবে এটা দেশের সকলের জন্য তো বটেই নিজের ফ্যামিলির জন্য একটা সুসংবাদ বটে । কিন্তু বাস্তবতা তার সম্পুর্ন উল্টো !! দেশের মেধাবী মুখগুলো যখন রাজনীতির চর্চায় ব্যাস্ত তখন ট্যাক্স প্রদানকারী নাগরিক রা আপত্তি করতে পারেন । স্বাভাবিক ।
এর কারন হিসেবে নিচের পয়েন্ট গুলোকে আমি চিহ্নিত করি ঃ-
## ছাত্র রা আসলে ছাত্রদের রাজনীতি করে না , দলীয় রাজনীতি করে ।
## প্রত্যেকটা দল ই মানুষের কাছে অবিশ্বস্ত ।
## দলীয় রাজনীতিতে বিশ্বাসী ছাত্র রাজনীতিক রা একটু বেশি হিংস্র হয় (বাংলাদেশে)।
## ৯০% ছাত্র নেতা তার নিজ দলের মূলনীতি সম্পর্কে জানে না ।
## ইদানিং ছাত্র খুনের ঘটনায় মানুষ দায়ি করছে সাবেক ছাত্র নেতা হিসেবে থাকা শিক্ষকদের কে !
আমার মতে ছাত্র রাজনীতি হওয়া উচিৎ ছাত্রদের রাজনীতি আওয়ামীলীগ বা বিএনপির না ।
তাদের সমস্ত আন্দোলন হবে দেশ ও মানুষ তথা ছত্রদের কল্যানে । ছাত্র সংসদ এখানে মূল ভূমিকায় থাকবে । আর দলীয় রাজনীতি তাদের ভিতর থেকে সম্পুর্ন তুলে দেয়া উচিৎ । ছাত্র রাজনীতির বাইরে প্রত্যেকটা ডিপার্ট্মেন্ট এর কোর্স সমূহে রাজনৈতিক সচেতনতা আর দেশের ইতিহাস(সত্য) আর সংস্কৃতি এর সচেতনতা মূলক কোর্স দেয়া যেতে পারে ।
ছাত্ররা যখন পাস করে বের হবে তখন সে সিদ্ধান্ত নিবে তার বিবেচনায় কোন গনতান্ত্রিক দল কে তার সাপোর্ট করা উচিৎ ।
তাহলে যে ভালো দিকটা পাওয়া যাবে সেটা হল যোগ্য নেতৃত্ব । ১৯৭১ এ কিন্তু দেশের সাধারন মানুষ যুদ্ধ করেছিল আর বর্তমান রাজণীতিক রা পালিয়েছিল । দেশপ্রেম দেখাতে হলে একটা ছাত্রের যে রাজনীতি করতেই হবে এমন শিক্ষা শুধু বাংলাদেশের দলগুলো দিতে পারে । । আমি ভাবি ,” না ।
কারন আমার ধারনা এবং বিশ্বাস আমি বাংলাকে ভালোবাসি । দেশের জন্য যুদ্ধ করতে আমার কোন আপত্তি নেই । আবার আমি কিন্তু ছাত্র রাজনীতিক ও না । আমার মত এমন অনেকেই আছেন । এর কোন বিকল্প নেই ।
যে দেশের বিরোধী দলীয় নেত্রী স্নাতক পাস ও না , যে দেশের পররাষ্ট্র মন্ত্রী পেশায় একজন ডাক্তার , যে দেশে যোগাযোগ মন্ত্রী হয় দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে , যে দেশের সরকার সীমান্ত থেকে বেডরুম পর্যন্ত মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না বা অপারগ , যে দেশে বীর মুক্তিযোদ্ধাদের রাজাকার বলে গালি দেয়া হয় , যে দেশের জাতীয় নির্বাচনে সেই দেশের সবথেকে বড় শত্রুরা অংশগ্রহন করে , যে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে কোন একাডেমিক যোগ্যতা লাগে না , যে দেশে বিতর্কিত হয়েও কেউ পদ ছাড়ে না , যেই স্বাধীন দেশে মানুষ স্বাধীন নয় , যে দেশে ছাত্রনেতা হবার জন্য ১০ বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে!! ,যে দেশে ফেসবুকের স্ট্যাটাসের কারনে বিশ্ববিদ্যালয় শিক্ষক কে ৬ মাসের কারাদন্ড ভোগ করতে হয় , যে দেশের সরকার বিনামূল্যে করিডোর সহ রাষ্টৃয় পানি পার্শবর্তী উন্নত দেশকে গিফট দেয়
সেই দেশকে আর যা-ই বলা যাক না কেন “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ” বলা সাজে না । আর যে দেশে গনতন্ত্র শুধু নামেই চলে, আর ছাত্রসমাজ যদি সেই নাম মাত্র গনতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলের আন্ডারে থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালায় তবে এর থেকে দুঃখজনক একটা জাতির জন্য কি হতে পারে । তাই বাংলাদেশের প্রেক্ষিতে কোন সচেতন ছাত্রের জন্য দলীয় রাজনীতি কোন ভাল সমাধান না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।