আমাদের কথা খুঁজে নিন

   

"রাজার নীতি"

বাংলাদেশে নীতির চেয়ে, রাজনীতি ভাই বেশী স্বাধীন দেশে ঘর বেঁধে তাই, অথৈ জলে ভাসি। আমার নেতা বড়ই চতুর- বেশ ভূষাতে হাজী, ভোটের আগে লক্ষী সে যে, ভোট ফুরালেই পাজী । তোমার বাড়ী আমার বাড়ী- সবার বাড়ীর পাশে, নেতার বাড়ী অট্টলিকা, বাড়ী আছে পরবাসে । আমার নেতার জীবন কথা- বোর্ড বইয়েতে পড়ি, নেতা বড়ই চরিএবান- ডিলেট ডিগ্রীধারী । এইতো সে দিন জিতেই ভোটে, নেতা এখন রাজার বেশে আছে বেজায় খুশি।

। তুমি আমি আজ নস্যি সবাই পর ভুঁয়েতে বাঁচি। বলছে তোমায় দেশোদ্রোহী, ফুকো লেখক কবি। আমায় নিছে জেলখানাতে- আঁকতে নেতার ছবি। আমার নেতা রাজার রাজা দূর্নীতি তার পরকীয়া, তুমি আমি আজ রহিম মিঞা - পাবলিক্ বেশেই ময়না,টিয়া আছি বেজায় বেশ।

আজকে আবার রাজার বাড়ী- রাজার ছেলের বিয়ে, তুই যে হরি বাদ্যি বাজা, বাদ্যি বাদক নিয়ে। রাজার ছেলে আমেরিকান নিউইয়র্ক সিটির হুনো। তোর ছেলে আজ ঘরের কোনে- সেজে আছে ঘর কুনো। ভুল হল ভাই,ভুল হল ভাই, লিখে দিলাম কি? ওরাতো ভাই দেশের প্রেমিক খেয়ে যাচ্ছে ঘি। দেশটাতো ভাই আলু,পটল- ওদের কাছে এখন, কেজি দরে বিকিয়ে দেবে, বিদেশ যাবে যখন।

। সবাই বলে দেশ দরদী, রাজাই দেশের ভ্রাতা। তুমি আমি তবু রয়েই গেলাম- বেগুন মূলোর ক্রেতা। রাজার নাকি ক্যারেক্টার ফিউজ, চাহিদা ও নাকি বেজায় হিউজ- শুনেছি কানাকানি, দেশটাতো আজ বাঈজীবাড়ী রাজাকে তবু মানি। আজকে আবার খবর ফানি্, রাজার আছে ব্লাক মানি।

বিদেশ ব্যংকে বেশ, ওরা তো ভাই ভালই শাসক, শোষন করে দেশ। বলছি এসব মিথ্যা নাকি? নীতির দোহাই দিয়ে, মিলবে নাকি এমন রাজা- লঙ্কা পারে গিয়ে। আমি তো ভাই স্বপ্নে আঁকি আমার দেশের ছবি। কোথায় পাব এমন রাজা হবেই দেশের কবি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।