শানিত কর সংস্কৃতির চেতনায় আগামী রোববার ডাকা হরতার প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। কিসের জন্যিরে ভাই। ভয় পাইলা নাকি জামায়াতের দায় নিতে রাজি হওনাই। এখন বুঝলা আর ৫ মে বুঝলা না। যখন হকারদের পন্য আগুন জালিয়ে পুড়িয়ে দিলা তখন জামায়াত এসব করতে পারে তা একবার বুঝতে পারলা না।
নাকি লেজ গুটিয়ে পালিয়ে বাচার জন্য হরতার প্রত্যাহার করলা। করবানা তালেবানি রাষ্ট্র। সবাইকে মোল্লাতন্ত্রের প্রতিক্রিয়াশীলতা নেওয়ার খায়েস এত তাড়াতাড়ি মিটিয়ে গেল কই। আর হেফাজত কে মনে রাখার জন্য বলছি আগামীতে হয়ত বিএনপি ক্ষমতায় আসবে। তখন যেন এই দাবিগুলো তোলা হয়।
ছোট্ট খোকা বাবু বলিয়াছেন মোল্লাদের ঢাকায় ডেকে এনে ১৩ দফা দাবি পূরণ করবে বিএনপি ক্ষমতায় গেলে। তখন যদি না মানে ঢাকা অবরোধ করে বসে থাইকেন। আর ভুলে গেলে বলব কবি আব্দুল হাকিমের সেই অমর বাণী
বঙ্গেত জন্মে যে হিংসে বঙ্গবাণী তার জন্ম নিয়ে সন্দেহ আছে। যদিও এই বক্তব্য ভাষা নিয়ে। তবে সার্বিক সংস্কৃতি নিয়েও এমন বলা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।