আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে সন্ত্রাসী কার্ষক্রমে বাংলাদেশে পড়তে আসা কাশ্মীরি ছাত্রগণ কতটা দায়ী ?

গত কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় লেখা-লেখি হচ্ছে বাংলাদেশে মেডিক্যালে পড়তে আসা কাশ্মীরি ছাত্রদের নিয়ে । যদি তারা প্রকৃতই দোষী হয়ে থাকে তাহলে তাদেরকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিজ দেশে ফিরিয়ে দেয়া । কারণ তারা সব নিয়ম-কানুন মেনেই এ দেশে পড়তে এসেছে., তারা যতদিন এদেশে থাকবে ততদিন রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে আইনগতভাবে বাধ্য । তাদেরকে নিয়ে এরকম লোকচুরি করার কারণটা কী? আর তাদেরকে সীমান্তে নিয়ে ভারতীয় বাহিনীর হাতে তুলেই বা দিতে হবে কেন? বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা দরকার । কারণ বাংলাদেশে এই একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই(মেডিক্যালে)বহু সংখ্যক বিদেশী শিক্ষাথীরা পড়তে আসে ।

আর এতে বাংলাদেশও বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে যা বলার অপেক্ষা রাখে না । অপর দিকে বাংলাদেশে মেডিক্যালের লেখা-পড়ার মান আর্ন্তজাতিক মানের যা আমরা গর্বই করতে পারি । এজন্যই বিদেশী ছাত্ররা এদেশে আসেন ,সেটাও মনে হয় শেষ হওয়ার পথে কারণ এভাবে(যদি তারা দোষী না হয়ে থাকেন)বিদেশী ছাত্রদেরকে অহেতুক হয়রানী করলে তারা আর এদেশে পড়তে আসবে না । এতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ব্যহত হবে । সরকারকে বিষয়টি আন্তরিকতার সাথে খতিয়ে দেখতে হবে বলে মনে করি ।

তাছাড়া এতে ভারতের কোন ষড়যন্ত্র আছে কিনা সেটাও সরকারকে খতিয়ে দেখতে হবে । কারণ ভারত চাবে তারদেশের লোক তার দেশেই পড়ালেখা করুক , এতে দেশের পয়সা দেশেই থাকবে । তাই একটা ঝামেলা তৈরী করে বাংলাদেশে পড়তে যাওয়া ছাত্রদেরকে বাংলাদেশ বিমূখী করে তোলা । ভারত তার স্বার্থের জন্য করতে পারে না এমন কোন কাজ নেই । যার প্রমাণ তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে যা করে গেল এদেশে তাদের সরকার প্রধান ।

আমার বন্ধু কথাই মনে হয় সত্যি .... পৃথিবীর এক নম্বর শয়তান হল আমেরিকা আর দুই নম্বর হল ভারত । যাদের কাজই হল গরীব আর মুসলমানদের দাবিয়ে রাখা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.