আমাদের কথা খুঁজে নিন

   

তপ্ত কথা

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ... তপ্ত ক্লান্ত শহর এক এ যেন অগ্নিঝরা অক্টোবর, রোদের তীব্র দহনে আজ সবার মাথা গরম, তবু ছুটছে মানুষ কি নেশায় কে জানে তার খবর..! সুন্দরী তরুণীরা ব্যস্ত আজ তাদের সুন্দর ত্বক রক্ষার জন্যে। সানগ্লাস, সানস্ক্রীন আরো কত কি পার্লার কিংবা স্পা সেন্টারে ছুটছে হয়ে হন্যে। তার উপর হাতে তাদের বাহারি ছাতা। রাস্তা ঘাটে, রিক্সায়, বাসে আজ স্বল্পবসনা তরুণীদেরই আনাগোনা। এই তীব্র গরমে তারা তাদের ওড়না ছাড়াই চলতে বড় বেশী ভালোবাসে.. রাজপথও আজ তপ্ত, তপ্ত বাজার, তপ্ত কথা, শেয়ার বাজারে আশাতীত দরপতনে বিনিয়োগকারীদের তপ্ত মাথা। চারিদিকে এ কী অস্থিরতা !! চলছে এসি চলছে পাখা বারবার তো দুরের কথা পানির অভাবে একটিবার গোসল করার চেষ্টাও বৃথা । এই তপ্ত দহন কমানোর এভাবে কত না চেষ্টা, কিন্তু মনে জ্বলছে যে তপ্ত আগুন তা কমানোর কি ব্যবস্থা? এমন তপ্ত অবস্থায় যখন একজন আবুল হোসেন হাসে যখন পিষে ফেলা হয় একজন রতন তারেক মাসুদকে যখন চাকরীর বাজারে চলে অস্থিরতা বেকার যুবকের হাহাকার আর হতাশা তখন কোন কোন নব্য ভাবুক পাগলের মনে উদয় হয় কবিতা লেখার সুপ্ত বাসনা........। 13/09/2011

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.